বহিঃরাজ্যের একটি নির্মাণ সংস্থার গাফিলতিতে আঠারোমুড়া পাহাড়ে যান দুর্ভোগ চরমে। এই সম্বন্ধিত সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্থার শিকার হতে হয় সংবাদকর্মীদের। ঘটনা মঙ্গিয়াকামী থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে শনিবার বিকেলে। জানা যায়, বহিঃ রাজ্যের একটি নির্মাণ সংস্থা আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক নির্মাণ কাজের বরাত পেয়ে নির্মাণকাজ শুরু করে বেশ কয়েকমাস পূর্বে। কিন্তু কাজের শুরু থেকেই এই নির্মাণ সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আর বর্তমানে হাল্কা বর্ষণের সময়কালে বহিঃ রাজ্যের ওই কোম্পানির চরম খামখেয়ালীপনা এবং গাফিলতির কারণে আঠারোমুড়া পাহাড়ে যান দুর্ভোগ চরমে দেখা দেয় শনিবার সকাল থেকেই। সেই খবর পেয়ে তেলিয়ামুড়া মহাকুমার কর্তব্যরত দুই সাংবাদিক সেই সংবাদ সংগ্রহ করতে আঠারোমুড়া পাহাড়ের ওই নির্মাণ স্থলে গেলে হেনস্তার শিকার হয় কর্তব্যরত দুই সাংবাদিক। বর্তমানে ত্রিপুরায় সাংবাদিক নিগ্রহ কিংবা হেনস্থা যেন ট্যাডিশনে পরিণত হয়েছে।বহিঃ রাজ্যের বেসরকারি ওই নির্মাণ সংস্থার এক কর্মীর নিকট রাস্তার দূরাবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি রিতীমতো সাংবাদিকদের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাব ভুলভাল দিতে শুরু করে এবং একটা সময় নিজের মোবাইল ফোন বের করে সাংবাদিকদের ভিডিও তুলতে ব্যাস্ত হয়ে পড়ে ওই কর্মী। তবে ত্রিপুরা রাজ্যে সাংবাদিক নিগ্রহ, নতুন কিছু নয়। ত্রিপুরার সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রায় প্রত্যেকটি কোথাও-না-কোথাও ঘটেই চলেছে। তবে আসাম জাতীয় সড়কের রাস্তার দুরবস্থার কারণে যাত্রীবাহী যানবাহন থেকে শুরু করে পণ্যবাহী যান চালকদের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।



