পার্শ্ববর্তী বাড়ির সাথে সামান্য বাকবিতন্ডা কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত এক উপজাতি মহিলা। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায় শুক্রবার। সংবাদে জানা যায়, জারুইলং বাড়ি খাদ্য গুদামের সংলগ্ন এলাকার বাসিন্দা তথা তিন সন্তানের জননী শ্যামলী দেববর্মা পার্শ্ববর্তী বাড়িতে যায় কোন এক কাজ কে কেন্দ্র করে। সেই বাড়িতে যাওয়ার পরে কোন এক বিষয় নিয়ে বাক বিতন্ডা শুরু হয়। পরে এই বাক বিতন্ডা রূপ নেয় হাতাহাতি। এক সময় লোহার কোন ভাড়ি জিনিস দিয়ে শ্যামলীর দেববর্মার উপর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরে শ্যামলী । এদিকে ঘটনার সময় শ্যামলী দেব বর্মন স্বামী বাড়িতে ছিল না। স্বামী বাড়িতে এসে এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে রাত প্রায় 10:30 নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অবাক করার বিষয় হলো রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ বাড়িতে পরে থাকলেও কেউই তাকে হাসপাতালে নিয়ে আসার প্রয়োজন টুকু বোধ করে নি। এই বিষয়কে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে খবর।



