মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের দর্শন ও ত্রিপুরা সফরের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডাঃ ) মানিক সাহা । সকালে নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন মুখ্যমন্ত্রী । রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং সহযোগিতার অনুরোধ জানান । মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ‘ স্বদেশ দর্শন ‘ প্রকল্পে অনুমোদিত উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির চতুরের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত নির্মাণ কাজের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন । মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাষ্ট্রপতিকে রাজ্যের চিরাচরিত রিসা পরিয়ে দেন এবং রাজ্যবাসীর পক্ষ থেকে ত্রিপুরাসুন্দরী মন্দিরের একটি রেপ্লিকা স্মারক হিসেবে তুলে দেন । দায়িত্ব নেবার পর রাষ্ট্রপতির সাথে মুখ্যমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎকার ।