রাজধানীর বনেদি শিল্প প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্সে গত 25 এপ্রিল থেকে ৫ই মে অবধি অনুষ্ঠিত হয়েছিল অক্ষয়া তৃতীয়া উৎসব। এই উৎসবের অঙ্গ হিসাবে শ্যামসুন্দর কোং জুয়েলার্স নিজেদের গহনার মজুরি এবং বিক্রয়ের উপর রেখেছিলেন আকর্ষণীয় অফার। তাছাড়া শ্যামসুন্দর কোং জুয়েলার্স এই উৎসব উপলক্ষে মেগা লাকি ড্র প্রতিযোগিতার আয়োজন করেছিল, সেই লাকি ড্রয়ের তিনজন সৌভাগ্যবান বিজেতাদের নাম ঘোষণা হল আজ তাদের মধ্যে যথাক্রমে ক্যারোলিন জমাতিয়া, শুক্লা দেবনাথ, এবং টিংকু পাল। আগামী সপ্তাহের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা



