মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহার সাথে বিখ্যাত লোকসংগীত শিল্পী পদ্মশ্রী থাঙ্গা দার্লং এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন । সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে সৌজন্যমূলক এই সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহাকে তিনি পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান । মুখ্যমন্ত্রী শিল্পীর শিল্পকর্ম এবং শারিরিক অবস্থার খোঁজ খবর নেন । তাছাড়াও এদিন সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত , পদ্মশ্রী প্রাপক ত্রিপুরার জিমন্যাস্ট তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা দীপা কর্মকার , প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং এর কন্যা নন্দীতা সিং , বিশিষ্ট সাংবাদিক শানিত দেবরায়ের নেতৃত্বে সাংবাদিকদের চার সদস্যের এক প্রতিনিধিদল এবং রাজ্য বিধানসভার কর্মীবৃন্দ মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন । সাক্ষাতকারের সময় প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে হাতে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন ।



