Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদউপজাতি গিরিবাসী অংশের কচিকাঁচারা বঞ্চিত পুষ্টি প্রকল্প থেকে

উপজাতি গিরিবাসী অংশের কচিকাঁচারা বঞ্চিত পুষ্টি প্রকল্প থেকে

স্বাধীনতার এতগুলি বছর অতিক্রান্ত হয়ে গেলেও উপজাতি অধ্যুষিত গুটিকয়েক এলাকা গুলোতে উপজাতি গিরিবাসী অংশের কচিকাঁচারা বঞ্চিত পুষ্টি প্রকল্প থেকে। কথাটি শুনতে অবাস্তব মনে হলেও এটাই বাস্তব। আর এমনটাই চিত্র প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে নুনাছড়া এ.ডি.সি ভিলেজের কর্ণরাম পাড়া সহ এর আশপাশ এলাকা গুলোতে। জানা গেছে, নুনাছড়া এ.ডি.সি ভিলেজ এলাকাটি মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের মধ্যে সবচেয়ে প্রত্যন্ত এলাকা বলে চিহ্নিত। এই ভিলেজের অধীনেই গদাই মং কুরুই, কর্ণরামপাড়া সহ এর আশপাশ এলাকা গুলি’তে পুষ্টি প্রকল্পের জন্য ন্যূনতম একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই। অভিযোগ, ওইসব এলাকাগুলিতে ৩৫ থেকে ৪০ জন শিশু, প্রসূতি সম্ভাব্য মহিলা’রা পুষ্টি প্রকল্প থেকে দীর্ঘ বছরের পর বছর ধরে বঞ্চিত হয়ে আসছে। ফলে বিস্তীর্ণ এলাকার কচিকাঁচা শিশু থেকে শুরু করে প্রসূতি সম্ভাব্য মায়েরা পুষ্টি প্রকল্পের অংশ নেওয়ার জন্য দীর্ঘ তিন থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে নবজয় পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসতে হয়। যা, এক অসহ্যকর যন্ত্রণা তাদের কাছে। এ.ডি.সি প্রশাসন জগদম্বা। প্রশাসনের কর্তাব্যক্তিরা ও সবকিছু জেনে শুনে অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি কচিকাঁচা শিশুরা অঙ্গনওয়াড়ি শিক্ষা থেকে বঞ্চিত। ওই এলাকার কচিকাঁচা শিশুরা যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার কথা থাকলেও সেখানে বাবা মার সাথে জুমচাষ কিংবা লাকড়ি এবং লতাপাতা পুরনো জন্য বেরিয়ে পড়ে। ওই এলাকার কচিকাঁচা শিশুরা পূর্বপুরুষ শেখানো কোন পথ অনুসরণ করে বড় হয়। ফলে শিক্ষার থেকে বঞ্চিত তেমনি সরকারি বিভিন্ন শিশু প্রকল্প থেকেও তারা বঞ্চিত। তবে প্রত্যন্ত এলাকার জনজাতি শিশুরা পুষ্টি প্রকল্প থেকে যে বঞ্চিত হয়ে আসছে তা আবারও প্রমাণিত হলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য