নৈশকালীন যান দুর্ঘটনা পিছু ছাড়ছে না রাজ্য জুড়ে।ফের আসাম আগরতলা জাতীয় সড়কে কন্টেনার গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত গাড়ির চালক এবং সহ চালাক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায়। সংবাদে জানা যায়,, AS 01 MC 5627 নম্বরের কন্টেইনার গাড়ি আমবাসা দিক থেকে আগরতলা উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুত গতিতে আসার ফলে গাড়িতে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ন জাতীয় সড়কে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। তাতে কন্টেনের গাড়িটি উলটে যায় জাতীয় সড়কের মধ্যে। বৈদ্যুতিক খুঁটি গাড়ির ধাক্কায় ভেঙ্গে ভূপতিত হয়। এদিকে গাড়ি উল্টে যাওয়া এবং বৈদ্যুতিক খুঁটি ভাঙ্গার বিকট শব্দে আওয়াজ শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে।এলাকাবাসীরা এসে দেখতে পায় গাড়ি থেকে গাড়ির চালক এবং সহ চালক দুজনের রাস্তার মধ্যে ছিটকে পড়ে রয়েছে।খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন, চালক জিতেন শুকনমি এবং সহ চালক সূরা বর্দি। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে দুজনের চিকিৎসা মহাকুমার হাসপাতাল এ চলছে।



