অবিরাম বৃষ্টি কিছুটা থামতেই গ্রামীণ এলাকার মানুষজন সখের বসে ধর্মজাল নিয়ে মাছ ধরার জন্য কিংবা মৎস শিকার করার জন্য বেড়িয়ে পড়ল। গ্রামীণ এলাকার মানুষ মাছ ধরার এই উপকরণটিকে ধর্ম জাল বা কড়া জাল বলে থাকেন। রবিবার দিনে তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি এলাকায় এমনটাই প্রত্যক্ষ করাগেল। গত কয়েকদিন টানা বর্ষনের ফলে তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি থেকে খামার বাড়ি যাতায়াতের জন্য রাস্তার দুপাশে কৃষিজ ক্ষেত গুলিতে বৃষ্টির জল জমে জল সমুদ্রে পরিনত হয়েউঠে। কোনটা পুকুর আর কোনটা কৃষিজ ক্ষেত্র বুঝে উঠা মুশকিল। বৃষ্টির এই সঞ্চিত জলে ত্রিশাবাড়ি এলাকার মানুজন ধর্মজাল নিয়ে মাছ ধরছে সখের বশে। কথা প্রসংগে এলাকার এক ব্যক্তি জানান , বৃষ্টির এই দিন গুলিতে তারা ধর্মজাল বা কড়া জাল নিয়ে বেরিয়ে পড়েন মৎস শিকার করার জন্য। তবে মাছ তারা বাজারে নিয়ে বিক্রি করেন না। কেবল নিজ নিজ সংসারে চাহিদা মেটানোর জন্য। কথায় আছে ‘ মৎস ধরিব খাইব সুখে, ‘¡ তবে বৃষ্টির দিন গুলিতে এমনটা প্রত্যক্ষ করাযায় কেবল গ্রামীণ এলাকাগুলোতে। এটা মুলত গ্রামীণ এলাকার একটা সংস্কৃতি ডিজিটাল যুগেও বিদ্যমান । আর সংস্কৃতি অতিব সুন্দরতম।



