Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকাঠালিয়ায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী

কাঠালিয়ায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী

কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে পাথেয় করেই রাজ্যের বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে । দলমত নির্বিশেষে উপযুক্ত সুবিধাভোগীদের প্রতিটি বাড়িতে পাকা ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য সরকার কাজ করছে । কাঁঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ( গ্রামীণ ) সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন । অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী প্রতিটি গরিব অংশের পরিবারকে পাকা ঘর দেওয়ার ঘোষণা করেছেন । প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে । তিনি বলেন , গত ৪ বছরে কাঁঠালিয়া ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( গ্রামীণ ) ৪ হাজার ৫৪৫ জন সুবিধাভোগীকে ঘর প্রদান করা হয়েছে । বিগত সরকার ২০১৫-১৬ অর্থবর্ষে রাজ্যের জন্য ৫৩ হাজার ৮৭৪ টি ঘরের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল । কিন্তু বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিগত কয়েক বছরের মধ্যে রাজ্যের গরিব অংশের জনগণের জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার ২ লক্ষ ৫ হাজার ৮৭৪ টি ঘরের মঞ্জুরী দিয়েছে । গ্রামীণ এলাকার পাশাপাশি শহর এলাকার জনগণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( শহর ) ১৪ হাজার ঘর বরাদ্দ করা হয়েছে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন , কৃষকদের কল্যানে কেন্দ্র ও রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে । কৃষকদের আয় দ্বিগুণ করতেই কেন্দ্রীয় সরকার পিএমকিষাণ প্রকল্পের সূচনা করেছে । এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে তিন কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে । কাঁঠালিয়া ব্লক এলাকার ৩,৭০২ জন কৃষক এই প্রকল্পের সুফল ভোগ করছেন । রাজ্য সরকারও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু করে । তিনি বলেন , রাজ্যের কৃষকরা কখনও স্বপ্নেও ভাবেননি যে তাদের উৎপাদিত ধান সরকার ক্রয় করবে । কৃষকরা ধান বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন । এটা ডাবল ইঞ্জিন সরকারের সুফল বলে তিনি উল্লেখ করেন । অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব বলেন , রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে শুরু থেকেই রাজ্য সরকার কাজ করছে । ত্রিপুরাকে একটি সমৃদ্ধশালী রাজ্য বানানোই বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য । বিগত বামফ্রন্ট সরকার রাজ্যের গরিব মেহনতী মানুষের জন্য শ্লোগান তুললেও কাজের কাজ কিছুই করেনি । বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টার ফলেই রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় ১১ হাজার ৯৩ টাকা হয়েছে । যা ২০১৮ সালের আগে ছিল মাত্র ৫৬৮০ টাকা । শুধু তাই নয় কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে পিএমকিষাণ প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে । ( ২ ) বর্তমানে রাজ্যের প্রায় ২ লক্ষ ৩৫ হাজার কৃষক পরিবার তিন কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা করে পাচ্ছেন । প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন , বর্তমান রাজ্য সরকারের সময়কালেই রাবারের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । তাতে রাজ্যের বড় মাত্রায় রাবারচাষী আর্থিকভাবে উপকৃত হচ্ছেন । তিনি বলেন , বিগত সরকারের সময়ে রেশনশপের মাধ্যমে চিনি দেওয়া বন্ধ করে দেয়া হয়েছিল । কিন্তু বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর রেশনের মাধ্যমে পুনরায় চিনি দেওয়া শুরু করে । বর্তমানে রেশন শপের মাধ্যমে চাল , ডাল , আটা , চিনি , কেরোসিন তেল সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিষ প্রদান করা হচ্ছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন , বর্তমান রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে একটি নীতি তৈরী করে কাজ করছে । এই নীতিতে সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা যেমন রয়েছে তেমনি মহিলাদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল নির্মাণ , কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ , মহিলাদের নামে জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে রাজস্বের ছাড় ইত্যাদি ব্যবস্থাও রয়েছে । অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস এবং সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি । অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ৫ জন সুবিধাভোগীকে বিভিন্ন কৃষি সহায়ক যন্ত্র প্রদান করা হয় । তাদের হাতে সেগুলি তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য