Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসরকারের দায়িত্ব হচ্ছে সকল অংশের জনগণের উন্নতি মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া...

সরকারের দায়িত্ব হচ্ছে সকল অংশের জনগণের উন্নতি মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সরকারের দায়িত্ব হচ্ছে সকল অংশের জনগণের উন্নতির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন । আর সময়ের কাজ সময়ে শেষ করার মাধ্যমে উন্নয়নের দিশায় ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত বি আর আম্বেদকর ছাত্রাবাস পরিসরে ১০০ আসন বিশিষ্ট তপশিলি ছাত্রীনিবাসের দ্বারোদঘাটন করে কথাগুলি বলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন , সমাজে তপশিলি অংশের পিছিয়ে পড়া মানুষদের যেন সমাজের মূল ধারাতে আনা যায় তার লক্ষ্য কাজ করছে সরকার । তিনি বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সড়ক , বিমান , রেল যোগাযোগ , গ্রামীণ রাস্তা তৈরী , পানীয়জল , শৌচালয় , প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ , প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রকল্পে নানা উন্নয়নমূলক কাজ মিশন মুডে এগিয়ে চলছে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন , রাজ্যের তপশিলি জাতি অধ্যুষিত ৩০ টি গ্রামকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম তৈরী করার জন্য নির্বাচন করা হয়েছে । এতে সামগ্রিক উন্নয়নের জন্য নানা সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিটিতে অতিরিক্ত ২০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে । স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়স্তরে তপশিলি জাতি ও জনজাতি ছাত্রছাত্রীদের জন্য বাবু জগজীবন রাম স্কীমে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে প্রয়োজন ভিত্তিক ছেলে – মেয়েদের জন্য ৫০:৫০ হারে ৫০ আসন ও ১০০ আসন বিশিষ্ট ছাত্রাবাস তৈরী করা হবে এবং ছাত্রাবাস সংস্কার করা হবে । তিনি বলেন , তপশিলি অংশের ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য সরকার আন্তরিক । তপশিলি জাতি , ওবিসি , দিব্যাঙ্গজনদের সাফাই ওয়েলফেয়ার স্কলারশিপের সময়সীমা ১ মাস বৃদ্ধি করা হয়েছে । সেই সঙ্গে ছাত্রছাত্রীদের স্বরোজগারী হতে দক্ষতা বিকাশে কাজ করছে সরকার । তিনি আরও বলেন , ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৫ বছরে ভারত সরকার তপশিলি জাতি ছাত্রছাত্রীদের পোস্ট মেট্রিক এবং প্রি মেট্রিক স্টাইপেন্ড দেওয়ার জন্য ৩৫,৫০০ কোটি টাকা বাজেটে রেখেছে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন , সমগ্র মানবজাতি সহ গোটা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে গেছেন ড . বি আর আম্বেদকর । তিনি দেশের শিক্ষার জন্য যে আন্দোলন শুরু করেন তার ধারা আজও অব্যাহত রয়েছে । সমাজের পিছিয়ে পড়া তপশিলি অংশের ছাত্রছাত্রীরা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও বেশী সাফল্য পেতে পারে তার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের ৩৫ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে ট্রেনিং সেন্টার গঠন করা হয়েছে । ২ য় পাতায় ( ২ ) ভারত সরকার ওভারসিজ স্টাইপেন্ড প্রদানের কোটা ৬০ থেকে বাড়িয়ে ১২৫ করেছে । তপশিলি অংশের ছাত্রছাত্রীদের জন্য টপ স্কুল টু টপ কলেজ বৃত্তি চালু করেছে । তিনি আরও বলেন , প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে করোনাকালে স্ট্রিট ভেন্ডারদের স্বল্প সুদে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয় । বর্তমানে তা ৫০ হাজার টাকা করা হয়েছে । চা , পকোড়া , ফুচকা জাতীয় খাদ্য বিক্রেতাদের জন্য সরকার স্ট্রিট ভেন্ডার জোন তৈরী করছে এবং স্ট্রিট ভেন্ডারদের পরিচয় পত্র প্রদান করছে । মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছে সরকার । তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে সকলের সহযোগিতা কামনা করেন । অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা । তিনি বলেন , ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রীনিবাস তৈরীতে ব্যয় হয়েছে ৩.৭৬ কোটি টাকা । এছাড়া আগামী দিনে এখানে ছাত্রীদের জন্য স্মার্ট ক্লাস , কম্পিউটার ল্যাব , গ্রন্থাগার এবং ইন্ডোর ক্রীড়ার ব্যবস্থা করা হবে । এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ডা . দিলীপ দাস । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য