Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমনুঘাটের বিচিত্রদাস পাড়ায় দুষ্কৃতিদের আক্রমণে নিহতের বাড়িতে মুখ্যমন্ত্রী

মনুঘাটের বিচিত্রদাস পাড়ায় দুষ্কৃতিদের আক্রমণে নিহতের বাড়িতে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা ধলাই জেলার মনু ব্লকের মনুঘাটে বিচিত্রদাস পাড়ায় সম্প্রতি দুষ্কৃতিদের আক্রমণে নিহত মিহির দাসের বাড়িতে যান এবং তার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন । তিনি এই ঘটনায় নিহত মিহির দাসের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান । এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন । তিনি এই ঘটনায় আহত গোপাল বণিক এবং সুজিত বণিকের বাড়িতেও যান এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন । তাদের বাড়ি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা , বিধায়ক পরিমল দেববর্মা , বিধায়ক শম্ভুলাল চাকমা , এমডিসি হংসকুমার ত্রিপুরা , এমডিসি সঞ্জয় দাস , ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক মোসলেম উদ্দিন আহমেদ প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য