হাফলং – এর মাইবং এবং বান্দরখালির মধ্যবর্তী বিভিন্ন জায়গায় রেল ট্র্যাকে বিরাট ভূমিধসে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে । ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস সূত্রে জানানো হয়েছে , সারাইয়ের পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হতে আরও দু’মাস সময় লাগবে । গত ১৩ মে আগরতলা – গুয়াহাটি এবং গুয়াহাটি হয়ে ত্রিপুরাগামী ট্রেনে যেসব যাত্রীসাধারণ আটকে পড়েছিলেন রেল মন্ত্রকের পক্ষ থেকে তাদেরকে আটকে পড়া এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে । অনেক যাত্রীদেরকেই রেলওয়ের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে । যদি কোনও যাত্রীসাধারণ এখনও কোনও সমস্যায় পড়ে থাকেন তবে তাদেরকে রাজ্য পরিবহণ দপ্তরের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে । পরিবহণ দপ্তর নিয়মিত এ বিষয়ে রেল মন্ত্রকের সাথে যোগাযোগ রক্ষা করছে । উল্লেখ করা যেতে পারে , আগরতলা থেকে গুয়াহাটিগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস , হামসফর এক্সপ্রেস এবং গুয়াহাটি থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস , ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস এবং রাণী কমলাপতি ট্রেন এই রুটে সেই সময় আটকে পড়েছিল । সকলের অবগতির জন্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে ।



