নবগঠিত বিজেপি – আইপিএফটি মন্ত্রিসভার ১১ জন সদস্য শপথ গ্রহণ করেন । রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য । আজ প্রথমেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন যীষ্ণু দেববর্মা । এর পর একে একে শপথ নেন নরেন্দ্র চন্দ্র দেববর্মা , রতনলাল নাথ , প্রণজিৎ সিংহরায় , মনোজ কান্তি দেব , সান্ত্বনা চাকমা , রামপ্রসাদ পাল , ভগবান চন্দ্র দাস , সুশান্ত চৌধুরী , রামপদ জমাতিয়া এবং প্রেমকুমার রিয়াং । গতকাল নবগঠিত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা শপথ গ্রহণ করেন । আজ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্যসচিব কুমার অলক । আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা , পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী , কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক , সাংসদ রেবতী ত্রিপুরা , সাংসদ বিনোদ সোনকর , আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার , বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন ।



