Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশত বছরের পুরনো মন্দিরে পূজিত হল গৌতম বুদ্ধ

শত বছরের পুরনো মন্দিরে পূজিত হল গৌতম বুদ্ধ

শত বছরের পুরনো বুদ্ধ মন্দিরে মহাসারম্বরে সাঙ্গ হল বুদ্ধ ধর্মাবল্মবীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্যের অন্যান্য বুদ্ধ মন্দির গুলির মতো তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকায় চোলামনি বুদ্ধবীর মন্দিরে উদ্যোগে এ বছর বড় পরিসরে পালন করা হলো বুদ্ধ পূর্ণিমা উৎসব।
সংবাদে জানা যায়,অন্যান্য বুদ্ধ মন্দির গুলির মতো তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকায় চোলামনি বুদ্ধবীর মন্দিরটি দীর্ঘ প্রায় শত বছর হয়েছে।জানা গেছে, এই মগবাড়ি এলাকায় ৪৫ টি পরিবারের বসবাস। আর ৪৫ টি পরিবারই বৌদ্ধ ধর্মালম্বী। আর ৪৫ টি পরিবারের উদ্যোগের প্রতি বছরই যথাযোগ্য মর্যাদায় পালন হয় বৌদ্ধ পূর্ণিমা উৎসব এবং নানা ধর্মীয় অনুষ্ঠান। আজ বুদ্ধ পূর্ণিমা উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে পূজার্চ্চনার সহ মেলা বসে। এই মন্দিরের এক বৌদ্ধস্ট জানিয়েছেন,দেশ দশ ও সমাজের মঙ্গলার্থে বুদ্ধদেবের নিকট প্রার্থনা জানিয়েছেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য