কোন বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডা পরে হাতাহাতি শেষমেষ ছুরিকাঘাতে আহত এক ব্যাক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এলাকার মোহড়পাড়াতে রবিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ।
সংবাদে জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এলাকার মোহড়পাড়ার বাসিন্দা শম্ভু রাম জমাতিয়া এলাকায় কোন এক বিতর্কিত লোকের সঙ্গে বাকবিতন্ডা জড়িত হয়। এক সময় হাতাহাতি পরে ওই বিপরীত পক্ষে থাকা কোন একজন ছুরি দিয়ে আঘাত করে শম্ভুর বাম হাতের মধ্যে। এখবর প্রত্যক্ষ করতে পেরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়াতে বর্তমানে চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল।
তার বাম হাত দিয়ে তথা যে জায়গাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন।



