Thursday, December 4, 2025
বাড়িখবরখেলাপেস ব্যাটারির দাপটের পর রাসেলের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সুবাদে দাপুটে জয় কলকাতা নাইট...

পেস ব্যাটারির দাপটের পর রাসেলের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সুবাদে দাপুটে জয় কলকাতা নাইট রাইডার্সের।

ব্যাট হাতে মাসল রাসেলের পর বল হাতেও আন্দ্রে ম্যাজিক। সানরাইজার্স হায়দরাবাদকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে-অফে পৌঁছনোর সম্ভবনা ভেসে রইল নাইট শিবির। ১৩ নম্বর ম্যাচে ষষ্ট জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে আইপিএলের লিগ টেবিলে ছয় নম্বরে কেকেআর। পাশাপাশি বড় ব্যবধানে জিতে রান রেটও বেশ খানিকটা বাড়িয়ে নিল শ্রেয়স আইয়ার ব্রিগেড। প্রথমে ২৮ বলে ৩ টি চার ও ৪ টি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত ৪৯ রানের ঝকঝকে ইনিংস ও পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট নিয়ে যোগ্য ম্যাচের সেরা ক্যারিবিয়ান সুপারস্টার রাসেল।

কেকেআরের মাপা বোলিং1

আন্দ্রে রাসেল বাদে ব্যাটাররা খুব ভাল পারফর্ম না করতে পারলেও কেকেআরেরে বোলাররা নিজেদের মেলে ধরেন এদিন। শুরু থেকেই উমেশ যাদব (১/১৯) ও টিম সাউদি (২/২৩) চাপ তৈরি করেন হায়দরাবাদ শিবিরের ব্যাটসম্যানদের ওপরে। মাঝে যে চাপ বজায় রাখেন সুনীল নারায়ণ (১/৩৪) ও বরুন চক্রবর্তী (১/২৫)। অভিষেক শর্মা (৪৩) ও আইডেন মার্করাম (৩২) ছাড়া হায়দরাবাদ শিবিরের কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। আর অধিনায়ক কেন উইলিয়ামসন (৯) সহ হায়দরাবাদের তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে কার্যত একা হাতে ম্যাচ কেকেআরকে জেতান রাসেল।

রাসেলের ব্যাটিং তাণ্ডব

প্লে-অফের দৌড়ে টিকে থাকার দৌড়ে হায়দরাবাদ শিবিরের বিরুদ্ধে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রান তোলে কলকাতা নাইট রাইডার্স । ২৮ বলে ৩ টি চার ও ৪ টি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। যে রান করার পথে আইপিএলের মঞ্চে ২ হাজার রানের গণ্ডি টপকে যান রাসেল। কেকেআরেরে টপ অর্ডার উমরান মালিকের আগুনে পেসের সামনে খুব একটা ভাল পারফর্ম না করতে পারলেও মাসেল রাসেলে ম্যাচের দখল নেয় কেকেআর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য