বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের অন্যান্য বুদ্ধ মন্দির গুলির মত তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকায় চোলামনি বুদ্ধবীর মন্দিরের উদ্যোগে এ বছর বড় পরিসরে পালন হতে যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা উৎসব।
সংবাদে জানা যায়,অন্যান্য বুদ্ধ মন্দির গুলির মত তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকায় চোলামনি বুদ্ধবীর মন্দিরটি দীর্ঘ প্রায় ৭০ বছর হয়েছে। সেই সময় থেকে তার করুনা বিধি নিষেধ বাদ দিলে ৬৮ বছর ধরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালিত হয়ে আসছে উৎসব। জানা গেছে এই মগবাড়ি এলাকায় ৪৫ টি পরিবারের বসবাস।আর ৪৫ টি পরিবারই বৌদ্ধ ধর্মালম্বী। আর ৪৫ টি পরিবারের উদ্যোগের প্রতি বছরই যথাযোগ্য মর্যাদায় পালন হয় বৌদ্ধ পূর্ণিমা উৎসব এবং নানা ধর্মীয় অনুষ্ঠান। আগামী সোমবার নানা ধর্মীয় অনুষ্ঠান ও মেলা। এই উৎসব তথা বুদ্ধপূর্ণিমা উৎসবকে সামনে রেখে চরম প্রস্তুতি চলছে সেই মন্দিরে।



