Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসামাজিক কর্তব্যের মধ্যে রক্তদান মহান কাজ বললেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

সামাজিক কর্তব্যের মধ্যে রক্তদান মহান কাজ বললেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আমরা বিভিন্ন সময়ে বস্রদান করি । খাদ্যসামগ্রী দান করি , জল দান করি , অর্থ দান করি । এ সব কাজের মাধ্যমে আমরা আমাদের সামাজিক কর্তব্য পালন করি । রক্তদান হল এসব সামাজিক কর্তব্যের মধ্যে সবচাইতে মহান কাজ । আজ জিরানীয়ার অগ্নিবীনা মিলনায়তনে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী । রক্তদান শিবিরে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন । রক্তদান শিবিরের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , আজকাল অন্নপ্রাশন , শ্রাদ্ধানুষ্ঠান প্রভৃতি সামাজিক অনুষ্ঠানেও স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয় । এসব খুবই ভাল উদ্যোগ । স্বামী বিবেকানন্দ বলেছেন , “ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ‘ । তিনি বলেন , ১৮ থেকে ৬০ বছরের যে কোন সুস্থ ব্যক্তি রক্তদান করতে পারেন । দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি , ক্যান্সারে আক্রান্ত রোগী , থেলাসেমিয়া রোগী , রক্তাপ্লতায় আক্রান্ত রোগীদের অনেক ক্ষেত্রেই চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয় । তাই প্রতিনিয়ত রক্তের প্রয়োজন । রক্তদান করার মাধ্যমে আমরা ঐসব রোগীদের প্রাণ বাঁচাতে পারি । তিনি বলেন , রক্তদান করে আমরা যেমন অন্যের প্রাণ বাঁচাতে পারি তেমনি আমরা নিজেরাও জানতে পারি আমাদের কোন শারীরিক সমস্যা আছে কিনা । কারণ রক্তদান করার পর সেই রক্ত সংরক্ষণ করার আগে বিভিন্ন ধরণের পরীক্ষা করা হয় । রক্তদান শিবিরে এছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন । তিনি বলেন , প্রতিটি জেলা অফিস থেকে শুরু করে ব্লকস্তর পর্যন্ত রক্তদান শিবির করার জন্য একটি ক্যালেন্ডার তৈরী করা হয়েছে । সেই ক্যালেন্ডার অনুযায়ী আজ জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । বক্তব্য রাখেন জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস । সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য । উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ , বিশিষ্ট সমাজেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ । রক্তদান শিবিরে বিভিন্ন সামাজিক সংস্থা এবং বিভিন্ন অফিসের কর্মচারিগণ স্বেচ্ছায় রক্তদান করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য