জিবিপি হাসপাতালে তেলিয়ামুড়ার লেম্বুছড়ার বাসিন্দা ৬ বছরের ক্ষুদে শিশুর বিনামূল্যে হৃদযন্ত্রের সফল জটিল অস্ত্রোপচার সম্পন্ন হল । শিশুটি কাশি ও জ্বর নিয়ে জিবিপি হাসপাতালে ভর্তি হয়েছিল । পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে যে সে জন্মগত হৃদরোগে আক্রান্ত । কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি ডিপার্টমেন্টের পরীক্ষা – নিরীক্ষায় শনাক্ত হয় যে টমটমচালক উত্তম রুদ্র পালের ছেলে উদয় রুদ্র পালের সিঙ্গল অ্যাট্রিয়াম উইথ টোটাল সেপটাল ডিফেক্ট রয়েছে , অর্থাৎ তার হৃদপিন্ডে চারটির বদলে তিনটি প্রকোষ্ঠ , ফলে দূষিত ও ভালো রক্ত মিশে গিয়ে জটিলতার সৃষ্টি করছিল । কার্ডিয়াক সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্য অস্ত্রোপচারের পরামর্শ দেন । সেই অনুযায়ী গত ১০ মে সে জিবিপি হাসপাতালে ভর্তি হয় । প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পর হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডাঃ ভট্টাচার্যের নেতৃত্বে চিকিৎসকরা গত ১১ মে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে চতুর্থ প্রকোষ্ঠ তৈরী করেন । প্রায় ছয় ঘণ্টায় এই অস্ত্রোপচার সম্পন্ন হয় । অস্ত্রোপচারে যুক্ত ছিলেন কার্ডিয়াক অ্যানেসথেসিওলজিস্ট ডাঃ মণিময় দেববর্মা , কার্ডিয়াক ইনটেনসিভিস্ট ডাঃ সুরজিৎ পাল , পারফিউসানিস্ট ( হার্ট – লাং যন্ত্র পরিচালক ) সুজন সাহু , সার্জিকেল অ্যাসিসটেন্ট সুদীপ্ত মন্ডলসহ ১২ সদস্যক সার্জিক্যাল টিম । সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে । রোগীর আয়ুষ্মান কার্ড থাকায় বিনামূল্যে এই অস্ত্রোপচার করা হয় । রাজ্যের বাইরে না গিয়ে বিনামূল্যে হার্টের অপারেশন করতে পারায় রোগীর পরিজনেরা হাসপাতালের কর্তৃপক্ষের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন । ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্য রোগ সনাক্তকরণে সহায়তা করায় কার্ডিওলজিস্ট ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদি ও ডাঃ অরূপ দেব এবং অস্ত্রোপচারে জড়িত তাঁর টিমের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন । স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন ।



