পথ দুর্ঘটনায় আহত রাজু দেববর্মা নামের এক যুবক। ঘটনা শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বটতলা এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর। জানা যায়, তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর বটতলা এলাকায় স্কুটি দুর্ঘটনায় এক যুবক রাস্তার পাশে পড়ে রয়েছে। সেই খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা গুরুতর আহত যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা যায় আহত যুবকের নাম রাজু দেববর্মা। তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করে। বর্তমানে আহত যুবকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।



