তেলিয়ামুড়া থানার বিট-পেট্রোলিং বাইক ব্যাবহৃত হচ্ছে থানার থানা-বাবুদের ব্যাক্তিগত পণ্য পরিবহনে। আর এই বিট-পেট্রোলিং বাইকে চাপিয়ে পণ্য পরিবহনের কাজের জন্য নিযুক্ত রয়েছে তেলিয়ামুড়া থানারই এক নব্য এস.পি.ও জওয়ান। এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল শনিবার তেলিয়ামুড়া থানা থেকে অনতিদূরে মেলা পাথর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া থানার কোন এক পুলিশ আধিকারিকের আদেশ ক্রমেই সরকারি তেলের আদ্যশ্রাদ্ধ করে বিট-পেট্রোলিং-এর বাইক যুগে থানার আধিকারিকদের ব্যাক্তিগত নিত্যপ্রয়োজনীয় পণ্য যথাক্রমে চাল বস্তায় করে পৌঁছে দিচ্ছে সুরজিৎ রুদ্রপাল নামের এক এস.পি.ও জওয়ান। সরকারি তেলের আদ্যশ্রাদ্ধ করে তেলিয়ামুড়া থানার থানা বাবুরা নিজেদের ব্যক্তিগত কাজ করছে এই সংক্রান্ত খবর দীর্ঘদিন ধরে সাংবাদিকদের কাছে আসলেও সঠিক তথ্য প্রমাণ না থাকার কারণে সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার দেখা গেল সুরজিৎ রুদ্রপাল নামের জনৈক এস.পি.ও জওয়ান তেলিয়ামুড়া থানার TR01AK9497 নম্বরের সরকারি বিট-পেট্রোলিং এর বাইকে করে থানার থানা বাবুদের জন্য চাল বস্তায় ভরে নিয়ে আসছে। অতীতেও তেলিয়ামুড়া থানার থানা বাবুদের সরকারি তেলের আদ্যশ্রাদ্ধ করে থানার গাড়ি যুগে নেমন্তন্ন খেতে যাওয়ার সংবাদ প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার ওই এস.পি.ও জওয়ান সুরজিৎ রুদ্রপাল’কে জিজ্ঞেস করা হলে সে ঘটনাটিকে শাক দিয়ে মাছ ঢাকার মতো ঘুরিয়ে পেচিয়ে সাংবাদিকদের বুঝিয়ে দিতে চেষ্টা করে। যদিও সে কাজে সে ব্যার্থ হয়। তবে তেলিয়ামুড়া থানার বিরুদ্ধে এমন বহু অভিযোগ রয়েছে, সময়মতো থানা বাবুদের খবর পাঠালে থানার গাড়ি কিংবা তেলের বাহানা দিয়ে থানা বাবুরা সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছায় না। অথচ শনিবার দেখা গেল সরকারি তেলের আদ্যশ্রাদ্ধ করে অফিসারদের ব্যাক্তিগত পণ্য পরিবহনে ব্যাবহৃত হচ্ছে তেলিয়ামুড়া থানার বিট-পেট্রোলিং-এর বাইক। এখন দেখার বিষয় সংবাদ প্রকাশের পর খোয়াই জেলা পুলিশ প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।



