ভারতে রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড গড়ার দিনই নতুন ধাক্কা। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে গৃহ ঋণের সুদ বাড়ল। মূল্যবৃদ্ধির মধ্যেই এবার গৃহ ঋণের সুদ বাড়ালএইচডিএফসি ব্যাঙ্ক। একধাক্কা গৃহঋণের সুদের হার দশমিক ৩ শতাংশ বাড়াল এইচডিএফসিআরবিআইয়ের রেপো রেট বৃদ্ধির ৩দিনের মধ্যেই গৃহঋণে সুদ বাড়াল এইচডিএফসি ৯ মে থেকে এইচডিএফসিতে নতুন গৃহঋণের সুদের হার কার্যকর হবে। আশঙ্কা করা হচ্ছে সেই পথে হাঁটতে পারে বাকি ব্যাঙ্কগুলিও।



