আগরতলায় আইএলএস হাসপাতালের উদ্যোগে আয়োজিত NABH এন্ট্রি-লেভেল সার্টিফিকেশন ও অ্যাক্রেডিটেশন সচেতনতা কর্মসূচি—‘গুণবত্তা যাত্রা’ রাজ্যের স্বাস্থ্যখাতে গুণগত উৎকর্ষ ও রোগী নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যের ৩০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আইএলএস হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সি ও ও ডা. গৌতম হাজরিকা, ডি জি এম ডা. অর্চনা জৈন দত্ত, অপারেশনস হেড তনুজ সাহা, কোয়ালিটি হেড অশ্বিনী শ্রীবাস্তব এবং বিজনেস হেড মনোজ কুমার দেবনাথ। কর্মসূচির একমাত্র প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন NABH-এর প্রতিনিধি শ্রী সুনীল কুমার শর্মা, যিনি NABH মানদণ্ড, রোগী নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবায় গুণগত উৎকর্ষের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তাঁর সঙ্গে সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন NABH কো-অর্ডিনেটর অনুষা গায়েন।
এই উদ্যোগের মাধ্যমে আইএলএস হাসপাতাল রাজ্যের অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিকে NABH মানদণ্ড গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি ত্রিপুরায় মানসম্পন্ন ও রোগী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবার পথপ্রদর্শক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
উল্লেখযোগ্যভাবে, আইএলএস হাসপাতালই ত্রিপুরার একমাত্র NABH স্বীকৃত হাসপাতাল, যা রাজ্যে মানসম্পন্ন ও রোগী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাদের নেতৃত্বস্থানীয় ভূমিকা তুলে ধরে।



