অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই ত্রিপুরা তথা উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে এবং সাধারণ মানুষকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সঠিক ধারণা পৌঁছে দিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে আগামী ২৩ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী ২০২৬ পর্যন্ত ‘SMC MedExpo 2.0 Tripura’ এবং ‘North East Medical Education & Clinical Excellence Conclave’-এর আয়োজন করা হয়েছে।
স্বাস্থ্য পরিষেবা কেবল চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এক গভীর প্রকাশ। এই ভাবনাকেই সামনে রেখে এই স্বাস্থ্য বিষয়ক সম্মেলন ও প্রদর্শনী একদিকে যেমন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিকে তুলে ধরতে চলেছে, তেমনি অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসা জগতের একটি হৃদ্যতাপূর্ণ সংযোগ গড়ে তুলতে সহযোগিতা করবে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য সামগ্রী প্রস্তুতকারী সংস্থা যোগ দেবে – যা পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে প্রথম।
এই বিষয়ে আগরতলা তথা ত্রিপুরার মানুষকে সচেতন করতে এবং তাদেরকে সাদর আমন্ত্রণ জানাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্র-ছাত্রীরা তাদের Flashmob এর আয়োজন করেছে। আগামী ২১ জানুয়ারী ২০২৬, বুধবার, সকাল ১১টায় মেডিকেল কলেজ প্রাঙ্গনে, দুপুর ২ টোর সময় রাজ বাড়ির সামনে এবং বিকাল ৪টের সময় আগরতলার সিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
সেই সঙ্গে আমরা আরো আনন্দের সঙ্গে জানাই যে আগামী ২৩ জানুয়ারী ২০২৬, শুক্রবার ত্রিপুরার কাছে মধুবনে স্বাধীন ট্রাষ্ট পরিচালিত “শান্তিনিকেতন গো-মাতা সেবা কেন্দ্র”-এর ভূমি পূজায় অংশগ্রহণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও পরম শ্রদ্ধেয় শ্রী উল্লাস কুলকার্নি মহাশয়।
সেইসঙ্গে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্র-ছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ARRHYTHMIA 2K26 এবং Positive বার্তার উদ্যোগে শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত হতে চলেছে। ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শান্তিনিকেতন মেলায় স্থানীয় হস্তশিল্পী ও লোকশিল্পীদের সৃষ্টি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেবার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে



