প্রতিনিধি, তেলিয়ামুড়া
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেল চালিয়ে ভারতবর্ষের ২৩টি রাজ্য অতিক্রম করে ত্রিপুরায় এসে পৌঁছেছেন পাপ্পু রাম চৌধুরী। গতকাল রাতে তিনি তেলিয়ামুড়ায় পৌঁছালে রাত্রি যাপন করেন তেলিয়ামুড়ার ফরেস্ট অফিসের ডাকবাংলাতে। আজ তাকে সংবর্ধনা জানানো হয় তেলিয়ামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিআরসির হল ঘরে। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ও। এছাড়াও খোয়াই জেলার ফরেস্ট ডেভেলপমেন্ট অফিসারও তাকে সংবর্ধনা প্রদান করেন জেলা ফরেস্ট অফিসে ।পাপ্পু রাম চৌধুরী ২৫ বছরের ছেলে তার এই যাত্রা শুরু করেন ২৩শে এপ্রিল ২০২৩ তারিখে। তিনি একটানা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য পরিভ্রমণ করছেন। তার লক্ষ্য, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে এই যাত্রা সম্পূর্ণ করা। বাকি রাজ্যগুলো। ইতিমধ্যে তিনি ২৩টি রাজ্য ঘুরে ফেলেছেন এবং তার এই যাত্রা এখন শেষ পর্যায়ে।
এই যাত্রার মূল উদ্দেশ্য হলো পরিবেশ ও বায়ু দূষণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। পাপ্পু রাম চৌধুরীর মতে, “পরিবেশ ও বায়ুকে দূষণমুক্ত রাখতে হলে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গাছ লাগানো।” তিনি সকল স্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন যেন তারা অন্তত একটি করে গাছ রোপণ করেন এবং তার যত্ন নেন। তেলিয়ামুড়ায় তার আগমনে স্থানীয় মানুষজন ও প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। পরিবেশ রক্ষায় তোমাদের এগিয়ে আসতে হবে। গাছের বিকল্প কিছু নেই তাই সবার সহযোগিতায় প্রত্যেকের একটা করে লোক আছে লাগানো দরকার। পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের বিকল্প আর কিছু হতে পারে না।



