Tuesday, January 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদমহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

তেলিয়ামুড়া প্রতিনিধি: সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তেলিয়ামুড়া মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। মৃত ব্যক্তির নাম অপু দেবনাথ (৫৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই এলাকার বেশ কয়েকজন মানুষ সকালবেলা হাঁটতে বেরিয়ে রাস্তার পাশে অপু দেবনাথকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও কাছে গিয়ে ডাকাডাকি করলে কোনও সাড়া না মেলায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরবর্তীতে স্থানীয় মানুষজন দ্রুত তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। এরপর অপু দেবনাথকে তড়িঘড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে খবর পৌছায় মৃতের পরিবারের লোকজনদের কাছে। পরিবারের লোকজন খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌছায়। পরিবার সূত্রে জানা যায়, অপু দেবনাথ পেশায় একজন কৃষক ছিলেন ।গতকাল রাতে বাড়ি থেকে বেড়িয়ে যায়, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অপ্রত্যাশিত এই ঘটনায় মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হোক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য