Saturday, January 10, 2026
বাড়িখবররাজ্যআগরতলা বইমেলার নবম দিনে আলোচনাচক্র বই প্রকাশ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

আগরতলা বইমেলার নবম দিনে আলোচনাচক্র বই প্রকাশ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত ৪৪ তম আগরতলা বইমেলার আজ ছিল নবম দিন। এবছর বইমেলার মূল থিম হলো- ‘বন্দেমাতরম’। গতকাল বইমেলায় মোট ১২, ১২,৮৩৪ টাকার বই বিক্রি হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজ বইমেলায় আলোচনাচক্র, আবৃত্তি, বই প্রকাশ, ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আজ বইমেলার কবি সম্মেলন ও বই প্রকাশ মঞ্চে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ‘উড়ান বিশেষভাবে সক্ষমদের ডানামেলার গল্প’- বিষয়ক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বিভিন্ন হোম-এর বিশেষভাবে সক্ষম ২০ জন ছাত্র-ছাত্রী রবীন্দ্র সংগীত, লোকসংগীত, ককবরক সংগীত, গল্পপাঠ ও নজরুল গীতিতে অংশ নেয়। সঞ্চালনা করেন গোপা দে। এই মঞ্চে যুগে যুগে ভারতের নারী, বিল্ট নট বর্ণ ও মানব জীবনে গ্রহের প্রভাব-এই তিনটি বই প্রকাশ করা হয়। প্রকাশ করেন ডা. শংকর রায়, ড. অন্বেষা দাসগুপ্ত, ত্রিপুরা (কেন্দ্রীয়) বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন প্রফেসর চন্দিকা বসু মজুমদার, শ্রীমৎ স্বামী ধরানন্দ তীর্থ মহারাজ ও ডা. এস কে ধর। প্রকাশক উত্তম চক্রবর্তী। এছাড়া এই মঞ্চে ‘এইডস সচেতনতা ও নেশামুক্ত যৌবন’ বিষয়ে আলোচনা করেন ডা. কনক চৌধুরী ও ডা. কৌশিক রায়। সঞ্চালনা করেন চন্দন লেখা পাল। এদিকে আজ সুব্রহ্মণ্য ভারতী স্মৃতি মঞ্চে উত্তর ত্রিপুরা জেলার শিল্পীগণ শাস্ত্রীয় সংগীত, সমবেত নৃত্য, সমবেত সংগীত ও যন্ত্রানু সংগীতে অংশ নেন। এছাড়া জনজাতি শিল্পীগণ একক সংগীতে অংশ নেন। সঞ্চালনা করেন শিল্পী সুনন্দা দেবনাথ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য