হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত ৪৪ তম আগরতলা বইমেলার আজ ছিল নবম দিন। এবছর বইমেলার মূল থিম হলো- ‘বন্দেমাতরম’। গতকাল বইমেলায় মোট ১২, ১২,৮৩৪ টাকার বই বিক্রি হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজ বইমেলায় আলোচনাচক্র, আবৃত্তি, বই প্রকাশ, ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আজ বইমেলার কবি সম্মেলন ও বই প্রকাশ মঞ্চে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ‘উড়ান বিশেষভাবে সক্ষমদের ডানামেলার গল্প’- বিষয়ক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বিভিন্ন হোম-এর বিশেষভাবে সক্ষম ২০ জন ছাত্র-ছাত্রী রবীন্দ্র সংগীত, লোকসংগীত, ককবরক সংগীত, গল্পপাঠ ও নজরুল গীতিতে অংশ নেয়। সঞ্চালনা করেন গোপা দে। এই মঞ্চে যুগে যুগে ভারতের নারী, বিল্ট নট বর্ণ ও মানব জীবনে গ্রহের প্রভাব-এই তিনটি বই প্রকাশ করা হয়। প্রকাশ করেন ডা. শংকর রায়, ড. অন্বেষা দাসগুপ্ত, ত্রিপুরা (কেন্দ্রীয়) বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন প্রফেসর চন্দিকা বসু মজুমদার, শ্রীমৎ স্বামী ধরানন্দ তীর্থ মহারাজ ও ডা. এস কে ধর। প্রকাশক উত্তম চক্রবর্তী। এছাড়া এই মঞ্চে ‘এইডস সচেতনতা ও নেশামুক্ত যৌবন’ বিষয়ে আলোচনা করেন ডা. কনক চৌধুরী ও ডা. কৌশিক রায়। সঞ্চালনা করেন চন্দন লেখা পাল। এদিকে আজ সুব্রহ্মণ্য ভারতী স্মৃতি মঞ্চে উত্তর ত্রিপুরা জেলার শিল্পীগণ শাস্ত্রীয় সংগীত, সমবেত নৃত্য, সমবেত সংগীত ও যন্ত্রানু সংগীতে অংশ নেন। এছাড়া জনজাতি শিল্পীগণ একক সংগীতে অংশ নেন। সঞ্চালনা করেন শিল্পী সুনন্দা দেবনাথ।



