Sunday, January 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবাল্য বিবাহ রোধ করতে এবং নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার...

বাল্য বিবাহ রোধ করতে এবং নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার বার্তা দিতে খোয়াই বিদ্যালয় পরিদর্শক বনাম পদ্মবিল বিদ্যালয় পরিদর্শকের মধ্যে এক প্রিতি টি ২০ ক্রিকেট খেলায় আয়োজন করা হয় বাইজাল বাড়ি স্কুল মাঠে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই জানুয়ারি…..শুক্রবার দুপুর ১২ টায় খোয়াই বাইজালবাড়ী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে খোয়াই বিদ্যালয় পরিদর্শক বনাম পদ্মবিল বিদ্যালয় পরিদর্শকের মধ্যে এক প্রিতি টি ২০ ক্রিকেট খেলায় আয়োজন করা হয়।এই খেলার যৌথ ভাবে ব্যবস্থাপনায় ছিলেন খোয়াই ব্লক বনাম পদ্মবিল ব্লক। এই খেলার মূল উদ্দেশ্য ছিল সমাজের মধ্যে নেশার বিরুদ্ধে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে‚ ও এইডস্ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার স্বার্থে। এই খেলার অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত‚ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রঞ্জিত দেব্বর্মা। এবং বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ দেব্বর্মা‚ খোয়াই জেলা শাসক রজত পন্থ বাইজাল বাড়ি স্কুলের প্রধান শিক্ষক শ্রীমতি মনিদিপা শিল সহ অন্যান্যরা। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন পদ্মবিল বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত‚ এবং পৌরহিত্য করেন ঈশ্বর সর্দার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রথীন্দ্র দেব্বর্মা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে ও ব্যাচ দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভসূচনা করেন উদ্ভোধক সহ অন্য অতিথিরা। তারপরে জনজাতি লোকনৃত্য ‘মামিতা’ পরিবেশন করেন ক্ষুদে শিল্পীরা। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক বিষ্ণু দত্ত‚ পরপর বক্তব্য রাখেন দিলীপ দেব্বর্মা‚ রজত পন্থ‚ রঞ্জিত দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বর্তমান সময়ে খোয়াই জেলাতে বাল্য বিবাহ প্রতিরোধে এবং নেশার কবল থেকে যুবকের মূল স্রোতে ফিরিয়ে আনতেই এই ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। যাতে করে যুবকরা নেশার কবল পর নিজেদের ভবিষ্যৎ কে নষ্ট না করে এবং ওরা যাতে সমাজের মূল স্রোতে ফিরি আসে ও নিজেদের ভবিষ্যৎ কে সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। দ্বিতীয়ার্ধের মূল পর্বের ক্রীড়ানুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মার নেতৃত্বে উপস্থিত সকলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর অতিথিরা সবাই মাঠে গিয়ে দুইদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। তারপরে বলিং- ব্যাটিং করে টি-২০ ক্রিকেট খেলার সূচনা করেন অতিথিরা। এই দিন ক্রিকেট খেলায় খোয়াই ব্লক ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮১ রান করে‚ এবং পদ্মবিল ব্লক ১৯.২ ওভারে সব উইকেটের পতনে ১৫৮ রান করে‚ প্রীতিপূর্ণ টি-২০ ক্রিকেট ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খোয়াই ব্লক জয় লাভ করে। এরপর পুরস্কার বিতরণী পর্বে এই খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের ম্যাডেল প্রদান করা হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি পেয়েছেন অচিন্ত রায়‚ তারপর বিজয়ী টীম খোয়াই ব্লককে চ্যাম্পিয়ান ট্রফি এবং পদ্মবিল ব্লক টীমকে রানার্সআপ ট্রফি তুলে হয়। খোয়াই ও পদ্মবিল দুটো ব্লকের টিম ম্যান্যাজার ছিলেন যথাক্রমে অশোক দাস ও রাজেন্দ্র দেব্বর্মা। খেলায় আম্পায়ারের ভূমিকায় ছিলেন সুমন গোস্বামী ও সঞ্জীব দাস‚ এবং স্কোরবোর্ডে ছিলেন বনবীর দেব্বর্মা‚ পদ্ম দেব্বর্মা‚ সুব্রত ভৌমিক‚ ও সুজয় দেব। এইদিন ক্রীড়ানুষ্ঠানে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়‚ উপস্থিত অতিথিরা‚ খেলোয়াড়‚ ক্রীড়াপ্রেমী দর্শকশ্রোতাদের অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য