Sunday, January 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ৪৪তম আগরতলা বইমেলায় অনুষ্ঠানিক ভাবে আবরন উন্মোচন হল ষান্মাসিক সাহিত্যপত্র "ভুবন ডাঙা"।

৪৪তম আগরতলা বইমেলায় অনুষ্ঠানিক ভাবে আবরন উন্মোচন হল ষান্মাসিক সাহিত্যপত্র “ভুবন ডাঙা”।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই জানুয়ারি…..…খোয়াই তথা রাজ্যের লিটল ম্যাগাজিন জগতে এক সুপরিচিত নাম “ভুবন ডাঙা”। খোয়াই থেকে দীর্ঘ পনেরো বছর যাবত ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে এই লিটল ম্যাগাজিনটি। ৪৪ তম আগরতলা বইমেলার ষষ্ঠ দিনে বুধবার লিটল ম্যাগাজিন কনক্লেভে এক ঝাঁক কবি,লেখক সাহিত্যিকের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আবরণ উন্মোচন হলো ভুবন ডাঙা বইমেলা সংখ্যা ২০২৬ এর।এ পর্বে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কবি নকুল রায়, বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক ও কবি অশোকানন্দ রায় বর্ধন, বিশিষ্ট কবি তথা “দেয়া” সাহিত্য পত্রের সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বিশিষ্ট লেখক-কবি সন্দীপ দেব,কলকাতা থেকে আগত কবি সুপর্ণা রায় ও ভুবন ডাঙা সম্পাদক জহরলাল দাস সহ আরো অনেক লেখক,কবি, সাহিত্যিক। রাজ্যের নবীন প্রবীণ কবি,লেখক, সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ হয়েছে এবারের ভুবন ডাঙা বইমেলা সংখ্যাটি। বইমেলার একটি অন্যতম অঙ্গ এই লিটল ম্যাগাজিন প্রচার, প্রসার ও প্রকাশনা। তাই বইমেলা আয়োজক কমিটি প্রতিবারের মতো বৃহত্তর বইমেলা প্রাঙ্গণে রাজ্যের লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের জন্য বিরাট একটি কনক্লেভের ব্যবস্থা করে দেন।
রাজ্যের সাহিত্য জগতে লিটল ম্যাগাজিন একটা আন্দোলন। লিটল ম্যাগাজিনকে বলা হয় সাহিত্যের সূতিকাগার। এই লিটল ম্যাগাজিনের হাত ধরেই অনেক বড় বড় লেখক- কবির জন্ম। সেদিক থেকে খোয়াই থেকে প্রকাশিত ভুবন ডাঙা ত্রিপুরার সাহিত্য জগত তথা লিটল ম্যাগাজিন জগতে এক উল্লেখের স্বাক্ষর রাখতে পারবে বলে খোয়াই বাসির বিশ্বাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য