Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য১৭ এপ্রিল থেকে তিনদিন ব্যাপী ভারত - বাংলা পর্যটন উৎসব

১৭ এপ্রিল থেকে তিনদিন ব্যাপী ভারত – বাংলা পর্যটন উৎসব

পর্যটন উৎসবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব রাজ্যগুলির ট্যুর অপারেটরগণ অংশ নেবেন : পর্যটন মন্ত্রী ভারত – বাংলাদেশের মধ্যে ভাষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটাই সামঞ্জস্য রয়েছে । বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের অনেক ক্ষেত্রেই মিল রয়েছে । তাই এই বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী দ্বিতীয় ভারত – বাংলা পর্যটন উৎসব ২০২২। ১৭ এপ্রিল সন্ধ্যা ৬ টায় রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে এই উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । আজ দুপুরে গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহরায় । পর্যটন মন্ত্রী আরো জানান , তিনদিন ব্যাপী পর্যটন উৎসবে বাংলাদেশের এক প্রতিনিধি দল সহ পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের রাজ্যগুলির ট্যুর অপারেটরগণ অংশগ্রহণ করবেন । অংশ নেবেন হোটেল মালিক , পর্যটন আধিকারিক , স্বাধীনতা সংগ্রামী , কবি , শিল্পী , সাহিত্যিক , বুদ্ধিজীবী , রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন পেশার মানুষ । আর এই সময়ে বাংলাদেশের ট্যুর অপারেটরদের সাথে পর্যটন ক্ষেত্রে রাজ্যের একটি মৌ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে । পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহরায় বলেন , ভাষা , সংস্কৃতি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও রয়েছে । ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ে এই রাজ্যের অগণিত মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন । এজন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে কৃতজ্ঞতা স্বীকার করেছে । এরমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিলোনিয়ার চৌত্তাখলার মৈত্রী উদ্যান ভারত বাংলা দুদেশের সৌভ্রাতৃত্বের প্রতীক । বাংলাদেশের মানুষ ত্রিপুরা সফরে এলে সেটা একবার ঘুরে দেখে আসেন । সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান , আগামীতে ফেনী নদীর উপর গড়ে উঠা সেতু চালু হলে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধি পাবে । আগে থেকেই আগরতলা – ঢাকা বাস সার্ভিস চালু রয়েছে । এরমধ্যে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে চিটাগাং ( চট্টগ্রাম ) থেকে কুমিল্লা হয়ে আগরতলা পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু করার । এই ইস্যুতে রাজ্যের পরিবহণ মন্ত্রী জানান , এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে । তিনি আরো জানান , আগামীতে ঢাকা চিটাগাংয়ের সাথে আকাশপথে যুক্ত হবে রাজ্য । ২ – এর পাতায় এছাড়া নিশ্চিন্তপুর হয়ে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণ হচ্ছে । এর পাশাপাশি জলপথে দাউদকান্দি থেকে সোনামুড়া হয়ে উদয়পুরের মহারাণী পর্যন্ত নৌ পরিষেবা যুক্ত হবে । পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহরায় ১৭ এপ্রিল থেকে আয়োজিত তিনদিনের ভারত বাংলা পর্যটন উৎসবকে সফল করার জন্য আহ্বান জানান । তিনি জানান , উদ্বোধনের দিন সকালে আগরতলায় রোড শো করা হবে । উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রকমারি খাদ্য উৎসব । ১৮ এপ্রিল বাংলাদেশ , পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলির ট্যুর অপারেটরদের নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র চৌত্তাখলার ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান , ছবিমুড়া , নীরমহল , সিপাহীজলা , উদয়পুর সহ একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখানো হবে । ১৯ এপ্রিল গীতাঞ্জলি পর্যটন আবাসের মিলনায়তনে দুই দেশের পর্যটন বিষয়ক আদান – প্রদান ও ব্যবসা শ্রীবৃদ্ধির লক্ষ্যে ট্যুর অপারেটর , হোটেল মালিক এবং দুই দেশের পর্যটন আধিকারিকগণ মতবিনিময় সভায় মিলিত হবেন । প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে পর্যটনের উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । বাংলাদেশের পর্যটকদের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাতে ভিসা অফিস খোলা হয়েছে । এতে রাজ্যে বাংলাদেশের পর্যটকের আগমন বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী । এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা সহ পদস্থ আধিকারিকগণ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য