Wednesday, January 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসিপাহীজলা জেলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযান

সিপাহীজলা জেলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযান

রাজ্যের গাঁজা চাষে মধ্যে অন্যান্য জেলার চাইতে, সিপাহীজলা জেলা যেন অন্যতম তা বলাই বাহুল্য। প্রতিনিয়ত গাঁজা বাগান ধ্বংসের করা ফলেও সম্পূর্ণ ভাবে নিধন করা যাচ্ছে না, অবৈধভাবে গড়ে উঠা গাঁজা বাগান। অন্যান্য দিনের মতোই জারি রেখেছে সিপাহীজলা জেলা পুলিশ। শনিবার সকাল থেকেই সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক, সোনামুড়া থানার ওসি তাপস দাস সহ বিভিন্ন বাহিনীর টিএসআর এবং সীমান্ত রকি বাহিনীর মোট ৫০০ জন জোয়ান পাষানিয়া মোড়া, কলমচৌড়া সহ বিভিন্ন এলাকার বনদপ্তরের খাস জমিতে গড়ে ওঠা একাধিক গাজা বাগানে অভিযান চালায়। খবর লেখা পর্যন্ত পুলিশের এই অভিযান কারী দলটি কয়েক লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করে এবং এদিন বিকাল পর্যন্ত চলবে বলে জানা গেছে পুলিশের পক্ষ থেকে। তবে এই ক্ষেত্রে বলা চলে এবারের মত আর কোন বছর এমন হারে গাঁজা গাছ ধ্বংস অভিযান করা হয়নি। এই বছরের পুলিশের এই গাঁজা গাছ ধ্বংস অভিযান দেখে গাজা চাষিরা রীতিমতো হতবাক। এদিকে জেলা পুলিশের তরফে জানা গেছে এই বছর সিপাহীজলা জেলায় কোন গাজা বাগান অক্ষত অবস্থায় রাখা হবে না সবগুলিকেই কেটে ধ্বংস করে দেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য