Friday, January 2, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসংখ্যালঘু দিদার হোসেন উপর অজ্ঞাত দুষ্কৃতকারীদের আক্রমনে ঘটনার দোষীদের শাস্তির দাবীতে থানার...

সংখ্যালঘু দিদার হোসেন উপর অজ্ঞাত দুষ্কৃতকারীদের আক্রমনে ঘটনার দোষীদের শাস্তির দাবীতে থানার মামলা

বিগত ০১-০১-২০২৬ রোজ বৃহস্পতিবার নতুন বছরে সূচনা বীরচন্দ্র মনু এলাকার বাসিন্দা দিদার হোসেন বর্তমানে বিটারবন অভয়নগর আগরতলা পশ্চিম এিপুরা মোকলেসুর রহমানের বাড়িতে ভাড়ায় বসবাসরত, জীবন জীবিকার তাগিদে তিন চাকা রিকশা চালিয়ে সংসার অনেক কষ্ট করে সংসার চালায়,প্রতিদিনের ন্যায় বিগত নতুন বছরের প্রথম দিনে বৃহস্পতিবার সংখ্যালঘু যুবজ দিদার হোসেন রিকশা চালিয়ে সন্ধ্যায় ৬:৩০ মিনিটে বর্তমান বসবাসরত ঠিকানা বাড়ীতে ফেরার পথে গঙ্গাইল নিবেদিতা ক্লাবের নিকটবর্তী এলাকায় কিছু অজ্ঞাত ৪-৫ জন দুষ্কৃতকারীরা হঠাৎ করে রিকশা চালক দিদার হোসেনের পথরোধ করে নির্মম ভাবে শারিরীক আঘাত করতে শুরু করে।পরবর্তী সময় জোরপূর্বক একটি বালুর স্তুপে মধ্যে দিদার হোসেনকে চাপা দিয়ে এমন কী আগুন জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা চালায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা।নৃশংস ও অমানবিক নির্যাতনের ফলে সংখ্যালঘু দিদার হোসেন গুজরতভাবে আহত হয়।আক্রান্ত যুবকের আত্মচিৎকারে দুষ্কৃতকারীরা পালিয়ে ভাগ্যক্রমে আহত দিদার হোসেন জীবন রক্ষা পায়। এই ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আগরতলা দূর্গা চৌমুহনী আউটপোস্ট থানায় তিন ধারায়, ১০৯, হত্যার চেষ্টা, ১১৫ (২) গুরতর আঘাত করা, ৩২৬ অগ্নিসংযোগ /আগুনের মাধ্যমে প্রানহানি চেষ্টা মামলা রজু করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য