শহরের সার্বিক উন্নয়ন নিয়ে পূর্বতন নিযগম কর্তৃপক্ষ আন্তরিক ছিল না ।তারা সময়মতো স্মার্ট সিটি প্রকল্পের কাজ শুরু করেনি। শুক্রবার আগরতলা পৌর নিগমের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ১৯ নম্বর ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
২০২৫ সালের ৮ ডিসেম্বর চার বছর পূর্তি হয়। বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগমের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা পৌর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা ওয়ার্ড এলাকার প্রবীণ নাগরিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। ১৯ নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত কৃষ্ণনগরের পুরনো বাটকারা অফিস সংলগ্ন এলাকায় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।বক্তব্যে শহরের সার্বিক উন্নয়ন নিয়ে পূর্বতন নিগম পরিচালকদের বিরুদ্ধে চূড়ান্ত খামখেয়ালিপনার অভিযোগ তোলেন মেয়র। তিনি বলেন ,২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ১০০ টি শহরকে স্মার্ট সিটি পর্যায়ে নিয়ে আসেন ।এই ১০০ টি শহরের মধ্যে আগরতলা শহরও ছিল। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার অর্থের মঞ্জুরী দিয়েছিল ।কিন্তু তদনীন্তন পৌরনিগম কর্তৃপক্ষ যথাসময়ে এই স্মার্ট সিটির কাজ শুরু করেনি ।তাদের একটা আশঙ্কা ছিল ,এতে করে না জানি কেন্দ্রীয় সরকারের সুনাম হয়ে যায়। কেন্দ্রীয় সরকারের সুনাম তারা চাইতো না ।মেয়র আরো বলেন ,২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবং 2021 সালে বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগরতলা স্মার্ট সিটির কাজ শুরু করা হয়। মেয়র আরো বলেন ,স্মার্ট সিটি পরিকল্পনায় আগরতলা শহরের রূপের পরিবর্তন প্রকাশ পাচ্ছে।
এই অনুষ্ঠানে আগরতলা পৌরনিগমের ১৯ নম্বর ওয়ার্ড এলাকার প্রবীণ নাগরিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় ।মেয়র দীপক মজুমদার কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্য উপস্থিত অতিথিরা প্রবীণ নাগরিকদের হাতে শীত বস্ত্র তুলে দেন।



