মন রেগায় গান্ধীজীর পরিচয় মুছে দেওয়ার বিরুদ্ধে রাজ্যেও নতুন বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ অসংঘটিত শ্রমিক কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনের সামনের থেকে এই উপলক্ষে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।
রেগা কর্মসূচি থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা হয়েছে ।সংশ্লিষ্ট বিলটি পাল্টে এর নতুন নামকরণ করা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যাক্ট আজীবিকা মিশন ।সংক্ষেপে ভিবিজি রামজি বিল ২০২৫। সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে এই বিল পাশ করা হয়েছে ।নতুন এই বিল থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলায় দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদে সরব হয়েছে। শুক্রবার এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমেই ২০২৬ সালের রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে কংগ্রেস দল ।দেশের সব কটি রাজ্যে এদিন প্রদেশ অসংঘটিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে জি রাম জি বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।রাজ্যেও শুক্রবার বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। এর অঙ্গ হিসেবে এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় ।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশের সামনে যায় ।সেখানে নতুন বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের কর্মী সমর্থকরা ।সংগঠনের রাজ্য নেতৃত্ব এদিন সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন।
এদিন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের এই কর্মসূচিতে সংগঠনের রাজ্য নেতৃবৃন্দসহ জেলা ও মহকুমার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে জেলা স্তরেও এই আন্দোলন সংঘটিত করা হবে বলে জানান তারা।



