বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা জানুয়ারি….বৃহস্পতিবার দুপুর ১২ ’টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল মাঠে খোয়াই মহকুমা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় খোয়াই মহকুমাভিত্তিক ভগবান বিরসা মুন্ডা আন্তঃহোস্টেল তফশিলী জনজাতি ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬ এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়‚ এই প্রতিযোগিতার সমাপনী পর্বের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস‚ প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনূকূল দাস‚ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল‚ ভারপ্রাপ্ত খোয়াই মহকুমা শাসক কিশোর দেববর্মা । এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই মহকুমা জনজাতি কল্যাণ আধিকারিক নরেন্দ্র দেব্বর্মা এবং পৌরহিত্য করেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি সমীর কুমার দাস। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়। এর পর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভসূচনা করেন উদ্ভোধক সহ অন্য অতিথিরা তখন মন্ত্র পাঠের মাধ্যমে উৎভোধনটি সম্পন্ন হয়।
এর পর স্বাগত ভাষণ রাখেন নরেন্দ্র দেব্বর্মা‚ পরপর বক্তব্য রাখেন অনুকূল দাস‚ সত্যেন্দ্র চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতি সমীর কুমার দাস বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয়ার্ধের প্রারম্ভে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এরপর কিক্ অফ করার মধ্য দিয়ে সমাপনী পর্বে চুড়ান্ত পর্যায়ের ফুটবল খেলার সূচনা করেন সমীর কুমার দাস। প্রথমে রতনপুর এস‚টি‚ গার্লস হোস্টেল বনাম খোয়াই সরকারি এস‚টি‘ গার্লস্ হোস্টেলের খেলা হয়‚ এতে রতনপুর এস‚টি‚ গার্লস হোস্টেল ৭-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়‚ এবং খোয়াই সরকারি এস‚টি‘ গার্লস্ হোস্টেল রানার আপ্ হয়। এরপরে খোয়াই সরকারি এস‚টি‚ বয়েজ হোস্টেল বনাম তাংবিটি এস‚টি‚ বয়েজ হোস্টেলের খেলা হয়‚ এতে খোয়াই সরকারি এস‚টি‚ বয়েজ ৬-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়‚ এবং তাংবিটি এস‚টি‚ বয়েজ হোস্টেল রানার আপ্ হয়। এই দিন চুড়ান্ত পর্যায়ের দুটো ম্যাচে রেফারির দ্বায়িত্ব পালন করেন বরিষ্ঠ শারীর শিক্ষক অজয় ভট্টাচার্য‚ বিশিষ্ট শারীর শিক্ষক বিশ্বজিৎ দেব সরকার‚ প্রশান্ত সিংহ্‚ ও মনিন্দ্র চন্দ্র দেব। উল্লেখ্য যে‚ এই প্রতিযোগিতা শুরু বিগত ২৯ ’শে ডিসেম্বর ২০২৫ থেকে । এবং গোটা প্রতিযোগিতায় সর্বমোট মেয়েদের পাঁচটা দল ও ছেলেদের এগারোটা দল অংশগ্রহণ করে। এইদিন খেলায় মাঠে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়‚ এই প্রতিযোগিতার সমাপনী পর্বে ক্রীড়ামোদী গুণীজনদের‚ ছাত্র-ছাত্রীদের‚ শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এবং সার্বিক সহযোগীতায় সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।



