Friday, January 2, 2026
বাড়িখবররাজ্যআগামী ১লা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পতরু...

আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পতরু উৎসব

আগামী ১লা জানুয়ারি ২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার—পরম পুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মহাপুণ্য তিথি কল্পতরু উৎসব। এই উৎসব উপলক্ষে নেতাজি নগরস্থিত দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে আয়োজিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য তিন দিনব্যাপী উৎসব।৩১শে ডিসেম্বর, বুধবার—বিকেল ৪টে ৩০ মিনিটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন কোনাবনস্থিত শ্রীশ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের শ্রীমৎ স্বামী সাধনানন্দজী মহারাজ। সেদিন সন্ধ্যায় অধিবাস, সন্ধ্যা আরতি ও ভজনের পর—রাত ৯টায় মঞ্চস্থ হবে কলকাতা থেকে আগত ‘বীণাপানি সমিতি’ নিবেদিত ভক্তিগীতিমূলক যাত্রাপালা— ‘প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ’। ১লা জানুয়ারি, বৃহস্পতিবার—ভোর ৪টে ৩০ মিনিটে মঙ্গল আরতি ও বেদপাঠের মাধ্যমে উৎসবের দ্বিতীয় দিনের সূচনা হবে। ভোর ৫টা ৩০ মিনিটে বের হবে শ্রীশ্রী ঠাকুরের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ৮টা থেকে চলবে ষোড়শোপচারে পূজা, হোম ও যজ্ঞ। তৎসঙ্গে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভক্তদের মাঝে বিতরণ করা হবে মহাপ্রসাদ। এই দিন রাত ৯টায় মনোরঞ্জনের জন্য থাকবে ‘বীণাপানি সমিতি’র বিশেষ যাত্রাপালা— ‘নটী বিনোদিনী’। ২রা জানুয়ারি, শুক্রবার—তথা উৎসবেরসমাপনী দিনেও থাকবে বিশেষ পূজা ও ভজন সংকীর্তন। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সন্ধ্যারতি, শ্রীশ্রী সারদাস্তোত্রম এবং শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ভক্তিমূলক গান অনুষ্ঠিত হবে। সেদিনও রাত্রি ৯ ঘটিকায় ‘বীণাপানি সমিতি’ নিবেদিত যাত্রাপালা— ‘সাধক রামপ্রসাদ’ পরিবেশনের পর উৎসবের সমাপ্তি ঘটবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য