ফুটবল মাঠে এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানতালে দাপিয়ে বেড়াচ্ছে। ক্রীড়া নৈপুণ্যে কোন অংশেই যে তারা ছেলেদের চেয়ে কম নয় তা ক্রমেই তারা স্পষ্ট করে তুলছে। আজ সন্ধ্যায় উমাকান্ত একাডেমি মাঠে চৌধুরী চরণ সিং মহিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু একথা বলেন। তিনি এই প্রতিযোগিতা প্রতিবছর নিয়মিতভাবে করার জন্য সংগঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং বৈকুন্ঠনাথ তারক ভূষণ মেমোরিয়াল ট্রাস্ট (বিটিএম) এই প্রতিযোগিতার আয়োজন করেছে। উদ্বোধনী ম্যাচে গোমতী এবং ঊনকোটি জেলা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করেছে। ম্যাচ শুরুর আগে রাজ্যপাল দুই দলের খেলোয়াড় এবং অফিশিয়ালদের সঙ্গে পরিচিত হন। তিনি চৌধুরী চরণ সিং এর প্রতিকৃতিতে মাল্যদানও করেন। অনুষ্ঠানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী এবং বিটিএম’র সভাপতি প্রণব রায়ও উপস্থিত ছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।



