বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩০শে ডিসেম্বর….. এস এফ আই সংগঠনের ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার খোয়াইতে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এস এফ আই এর বিভাগীয় কমিটির উদ্যোগে।এছাড়া এই দিন সাংগঠিত হলো মিছিল।একই সাথে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মহকুমার ছয়টি অঞ্চলের মোট ষাটজন দু:স্থ শিক্ষার্থীর হাতে খাতা কলমও তুলে দিল সংগঠন।এছাড়াও পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পনের কর্মসূচি ছিলই।এই দিন বিভাগের মূল কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে সংগঠনের পতাকা উত্তোলন করেন এস এফ আই এর বিভাগীয় কমিটির সভানেত্রী তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা সায়ন্তিকা দেব।শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস। এছাড়া বিভাগীয় সম্পাদক সাগর পাল,বিভাগীয় সভাপতি সৌরভ দেব, রাজ্য কমিটির সদস্য সৈকত দাস,সীমা সিনহা, প্রাক্তন বিভাগীয় সভাপতি অতনু দত্ত ও প্রাক্তন বিভাগীয় সম্পাদক নারায়ন নমঃদাস সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এর পর এই দিন দুপুরে স্থানীয় শিক্ষক ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।এই রক্তদান শিবিরে দশ জন রক্তদান করেন।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এস এফ আই এর রাজ্য সভাপতি প্রীতম শীল ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাঞ্জন দাস।এছাড়াও এই দিন মহকুমার বিভিন্ন অঞ্চলেও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। শেষে এই দিন সন্ধ্যায় শহরে বের হয় মিছিল।সুভাষপার্ক বইমেলার মাঠ থেকে শুরু হয়ে সন্নিহিত এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি।সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই বিভাগে ছয়টি অঞ্চলের মোট ষাটজন দু:স্থ শিক্ষার্থীর হাতে খাতা কলমও তুলে দিল এস এফ আই এর বিভাগীয় কমিটি।



