সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় থানার অফিসার ও স্টাফ,৫ম ব্যাটেলিয়ান টিএসআর এবং ১৫ ব্যাটেলিয়ান মহিলা টিএসআর সদস্যদের সাথে নিয়ে বিশালগড় থানাধীন চেলিখালা,গজারিয়া এলাকায় একাধিক গাঁজা বাগানে অভিযান চালায় পুলিশ।অভিযানের সময় প্রায় ১ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। তবে বিশালগড় থানা পুলিশ সোমবার এই গাঁজা বাগান ধ্বংস অভিযানে গিয়ে গাঁজা কারবারীদের হুমকি দেন। দ্রুত এই সমস্ত গাঁজা বাগান তৈরি করা থেকে যেন বিরতি থাকেন এমনটাই হুমকি দেন ওসি বিজয় দাস। এ সমস্ত গাঁজা বাগান করার ক্ষেত্রে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে।



