বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে ডিসেম্বর….গত কিছুদিন ধরে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা বিভিন্ন জায়গায় হামলা ও হিন্দু দের উপর নির্যাতনের প্রতিবাদে খোয়াইয়ের সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে রবিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশে উদীচী ও ছায়ানট এর মতো দুটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের কার্য্যালয়ে হামলা আক্রমণ , লুটপাট ও আগুন ধরিয়ে সাংস্কৃতিক যন্ত্রপাতি, বই ও ছবি পুড়িয়ে দেওয়া ও সংবাদমাধ্যমের অফিসে হামলা আক্রমণ সহ সাম্প্রতিক সময়ের সব ধরনের মৌলবাদী তাণ্ডবের বিরুদ্ধে খোয়াইয়ের শিল্পী সাহিত্যিক, কবি সহ সংস্কৃতি কর্মীরা পথে নেমেছেন।রবিবার বিকেলে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিভাগীয় কমিটির ডাকে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিটি হয় খোয়াই কবিগুরু পার্ক স্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির পাদদেশে। এ কোন্ সোনার বাংলা !যেখানে আক্রান্ত সভ্যতা সংস্কৃতি!রক্তাক্ত শিল্পী কবি লেখক!আক্রান্ত লালন থেকে রবীন্দ্রনাথ ।নজরুল থেকে জসীমউদ্দীন,অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবুদ্ধি” শীর্ষক এই ব্যানারকে সামনে রেখে প্রতিবাদী মিছিল বের হয় শিক্ষক ভবন থেকে।পরে রবীন্দ্র মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে বক্তব্য রাখেন ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সহ সাধারণ সম্পাদক কবি আকবর আহমেদ।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বিভূ ভট্যাচার্য্য, কেন্দ্রীয় সংসদের সদস্য প্রান্তোষ রাহা, খোয়াই বিভাগীয় সভাপতি শচীন্দ্র দেববর্মা ও সম্পাদক অরুণ পাল সহ আরো অনেকে।



