বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬শে ডিসেম্বর….….দীল্লিতে জাতীয় স্তরে অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে তাক লাগিয়ে দিল সপ্তম শ্রেণীতে পাঠরতা খোয়াই জেলা তথা খোয়াই মহকুমার অজগর টিলার মেয়ে ঋদ্ধিতা ঘোষ। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই মহকুমা এলাকার পশ্চিম সোনাতলা গ্রামর অর্থাৎ অজগর টিলার বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ এবং উনার সহধর্মিনী মিতালী গোপ এর একমাত্র কন্যা রিদ্ধিতা ঘোষ। রামকৃষ্ণ ঘোষ পেশায় খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের একজন লাইব্রেরীয়ান ।ঘটনার বিবরণ দিয়ে রিদ্ধিতার পিতা রামকৃষ্ণ ঘোষ জানান নেপকো পাউয়ার কম্পানির পক্ষ থেকে প্রথমে স্কুল ভিত্তিক একটি অন্কন প্রতিযোগিতা হয় সেখানে ঐ প্রতিযোগিতায় রিদ্ধি প্রথম স্থান অধিকার করে এ কেটাগড়িতে।এর পর এই প্রতিযোগিতা চলে রাজ্য ভিত্তিক সেখানে ও প্রথম স্থান পায় এবং রাজ্য থেকে ছয়জন ঐ আসরে স্থান পায় এবং সারা দেশ থেকে মোট ১৩ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এর পর এই আসরটি চলে যায় জাতীয় স্তরে সেখানে নেও অংশ গ্রহণ করে রিদ্ধি চলতি মাসের ১১ তারিখ নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। এবং এই অন্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় ১৪ই ডিসেম্বর।রিদ্ধির বাবা জানান রিদ্ধীতা আগরতলা হলিক্রস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী । পাশাপাশি এই অন্কন প্রতিযোগিতায় ১৩ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়।রিদ্ধিতার বাবা জানান কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মনহোর লাল খট্টর এই প্রশংসাপত্র তুলে দেন রিদ্ধীতার হাতে। এ ছাড়া জাতীয় স্তরের এই অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম সহ অন্যান্যরা ।এছাড়া ও জানা যায় রিদ্ধীতা তার ছোটবেলা থেকেই অনেকটাই মেধাবী, এবং অঙ্কনে ছিল পারদর্শী। জাতীয় স্তরের প্রতিযোগিতাতে অংশগ্রহণ এবং সাফল্য ও কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হাত থেকে প্রশংসাপত্র পাওয়াতে তার পরিবার এবং খোয়াইয়ের জনগণ অনেকটাই আপ্লুত। খোয়াইয়ের মেয়ে রিদ্ধী তার এই সাফল্য সংস্কৃতির শহর খোয়াইকে আবারো উজ্জীবিত করল। এই বিষয়ে রিদ্ধিতার বাবা রামকৃষ্ণ ঘোষ জানান উনার মেয়ের এই সাফল্যের পেছনে শুধু তাদের হাত ছিলনা এটা ছিল সমস্ত খোয়াই বাসির আশির্বাদ ও সহযোগীতা।তাই তিনি উনার মেয়ের জন্য খোয়াই মহকুমা বাসির কাছে আরো আশির্বাদ প্রার্থনা করছেন মেয়ের জন্য যাতে আগামী দিন সে আরও এগিয়ে যেতে পারে। পাশাপাশি তিনি এও বলেন তিনি উনার মেয়ের জন্য চেষ্টা করছেন তাই সবাই মিলে যেন নিজ নিজ সন্তানের উৎসাহিত করতে এগিয়ে আসে।এর মধ্যে তাদের কাছে একটি সূ সংবাদ আসে যে মেয়ের এই সাফল্যের জন্য আগামী ২১শে জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বি ই ই সংস্থার পক্ষ রিদ্ধিতার পরিবারকে গুজরাটে বেড়ানো জন্য নিয়ে যাচ্ছে।এর জন্য সমস্ত খরচ বহন করবে বি ই ই সংস্হা বলে জানান রিদ্ধিতার বাবা রামকৃষ্ণ ঘোষ।



