Wednesday, December 24, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসোনামুড়া থেকে তকসাপাড়া হয়ে বিশ্রামগঞ্জ যাওয়ার রাস্তা সংস্কারের দাবীতে বামেদের প্রতিবাদ মিছিল

সোনামুড়া থেকে তকসাপাড়া হয়ে বিশ্রামগঞ্জ যাওয়ার রাস্তা সংস্কারের দাবীতে বামেদের প্রতিবাদ মিছিল

কাঠালিয়া থেকে নারায়ন বৈদ্যের রিপোর্ট__২৪ শে ডিসেম্বর বুধবার। সোনামুড়া মহকুমার অন্তর্গত নলছড় বিধানসভা এলাকা, এই বিধানসভা এলাকার গ্রামীণ রাস্তা গুলি একেবারেই খানা খন্দে পরিপূর্ণ! বিগত কয়েক বছর ধরে নেই সংস্কার। এতে করে গ্রামীণ এলাকার মানুষের দুর্ভোগ একেবারেই চরম পর্যায়ে। শুকা মৌসুমে যেমন তেমন বর্ষায় আসলে যানবাহন চলাচল মোটামুটি বন্ধের পথে। তাই, বিধানসভা এলাকার সিপিআইএম তকসাপাড়া অঞ্চল কমিটির উদ্যোগে ব্যাপক অংশের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শিবনগর গ্রাম পঞ্চায়েত এর ইট ভাট্টার জায়গা থেকে তকসাপাড়া বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। শুধু তাই নয়! মিছিল শেষে অন্যান্য জনস্বার্থ সংশ্লিষ্ট আরো একাধিক দাবি সহ যুক্ত করে তকসাপাড়া বাজারে একটি প্রতিবাদ সভা সংঘটিত করে। এই দিনের সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম দলের জেলা কমিটির সদস্য বাণিসিং দেববর্মা। বাজার সভায় বক্তব্য রাখেন সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক তপন দাস, এছাড়া অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য নিত্যানন্দ বর্মন, খরান ত্রিপুরা, সাধন দাস। প্রতিবাদ মিছিলে অবিলম্বে সোনামুড়া থেকে তকসাপাড়া হয়ে বিশ্রামগঞ্জ যাওয়ার রাস্তা অবিলম্বে সংস্কার করা। দ্বিতীয়তঃ_এম জি এন রেগার নাম পরিবর্তন করে নতুন আইন বাতিল করা। তৃতীয় দাবী হচ্ছে যেমন_ মহকুমা তথা গোটা রাজ্যের বিদ্যালয় গুলিতে দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা ইত্যাদি দাবি নিয়ে সিপিআইএম প্রতিবাদ মিছিল ও বাজার সভা সংঘটিত করে। তারা বক্তাদের আরও দাবি হচ্ছে অবিলম্বে এই সমস্ত বিষয়গুলো কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যদি অবিলম্বে ভাবনা চিন্তা না করে তাহলে বৃহত্তর আন্দোলনে শামিল হবে গ্রাম থেকে শহর অব্দি জনগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য