Wednesday, December 24, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকলমচৌড়া থানার গাঁজা বিরোধী বিশেষ অভিযান

কলমচৌড়া থানার গাঁজা বিরোধী বিশেষ অভিযান

কলমচৌড়া থানার পক্ষ থেকে আজ একের পর এক গাঁজা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো হয় গাঁজা বিরোধী অভিযান। এই অভিযানটি পরিচালিত হয় কলমচৌড়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি ইন্সপেক্টর অরূপ দেববর্মার নেতৃত্বে। সকাল ৭টায় প্রথম অভিযান চালানো হয় মানিক্য নগর স্টেডিয়াম এলাকায়। এরপর দ্বিতীয় অভিযান পরিচালিত হয় রুকিয়া ONGC সংলগ্ন সরকারি বনভূমিতে। পরবর্তীতে তৃতীয় অভিযান চালানো হয় উত্তরকলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাশানিয়া এলাকায়।এই তিনটি অভিযানে ধ্বংস করা হয় প্রায় দেড় লক্ষেরও বেশি গাঁজা গাছ।
অভিযানে নেতৃত্ব দেন —
সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দেববর্মা,
সাব ইন্সপেক্টর সঞ্জিত দেববর্মা,
এছাড়াও অভিযানে অংশ নেন
১৫ ব্যাটালিয়ন TSR উইমেন বাহিনী।, 7 BN TSR, 9 BN TSR ও
ওসি ইন্সপেক্টর অরূপ দেববর্মা জানিয়েছেন,
“আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
এই অভিযানে এলাকায় নেশা কারবারে বড় ধাক্কা লাগলো বলেই মনে করছে প্রশাসন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য