Tuesday, December 23, 2025
বাড়িখবররাজ্যকেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য গড়ে...

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য গড়ে তোলার কাজ চলছে: মৎস্যমন্ত্রী

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য গড়ে তোলার কাজ চলছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যের মৎস্যচাষিদের আত্মনির্ভর করতে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। তাতে রাজ্যের মাছের চাহিদা পূরণ করা সম্ভব হবে। আজ কাঞ্চনপুর আইএসবিটি মাঠে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক একদিনের মৎস্য উৎসবের সূচনা করে মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী বলেন, মাছ চাষে মৎস্যচাষিদের উৎসাহিত করতে এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষে অনুপ্রাণিত করতে প্রতিবছর জেলাভিত্তিক মৎস্য উৎসবের আয়োজন করা হচ্ছে। রাজ্যে মৎস্যচাষের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং সরকারি সহায়তার বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন অদূর ভবিষ্যতে ত্রিপুরা মাছ চাষে স্বয়ম্ভর হয়ে উঠবে।

অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ রাজ্যকে মাছ চাষে আত্মনির্ভর করে তোলার জন্য মাছ চাষিদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালজুরি বিএসি’র চেয়ারম্যান অজন্ত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস। একদিনের মৎস্য উৎসবে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী মন্ডপ খোলা হয়। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর প্রভৃতি এলাকা থেকে মৎস্যচাষিগণ তাদের উৎপাদিত মাছ নিয়ে উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্র নাথ, উত্তর জেলা কৃষি স্থায়ী কমিটির চেয়ারপার্সন মামণি রায়, এমডিসি স্বপ্না রাণী দাস, উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং, সহকারি সভাধিপতি ভবতোষ দাস, কাঞ্চনপুরের মহকুমা শাসক আশিস বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী বীরেন্দ্র কর, কাজল দাস প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য