কুমারঘাট পুর পরিষদের ১২ নম্বর ওয়ার্ডের সারদাপল্লীর বাসিন্দা বিজয় দত্ত (২৭) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, আগরতলা–কুমারঘাট জাতীয় সড়কে একটি ই-রিক্সা অটোর ধাক্কায় তিনি আহত হন। দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকতে দেখে পাশেই থাকা তাঁর বোন মহুয়া দত্ত চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিজয় দত্তকে দ্রুত কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



