বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই ডিসেম্বর.…. পথের এক কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ২৩ বছরের এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার রাত আটটা নাগাদ খোয়াই হাত কাটা এলাকায়। ঘটনার বিবরণে এলাকাবাসী জানায় রাহুল দেব নামে ২০ বছরের এক যুবক নীজ স্কুটি চালিয়ে সমতল পদ্মবিল থেকে হাত কাটা বাজারে উদ্দেশ্যে রওনা দেয়। তখন হাত কাটা সংলগ্ন বীরচন্দ্রপুর স্কুলের সামনে আসতেই পথের মধ্যে একটি কুকুর তার স্কুটির সামনে দিয়ে দ্রুত চলে যাচ্ছিল সেই কুকুরটিকে বাঁচাতে গিয়ে রাহুল দেব তান নিজ স্কুটি থেকে ছিটকে রাস্তার পাশে থাকা মাইলস্টোনে প্রচন্ড জোরে ধাক্কা লাগে তাতে ঘটনাস্থলে রাহুল দেবের মৃত্যু হয় বলে জানা যায়। এই দুর্ঘটনার বিকট শব্দ শুনে রাস্তার পাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসে এবং দেখতে পায় রাহুল দেব মাইলস্টোনের সাথে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে রয়েছে। সাথে সাথে রাহুল দেব কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব কে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে রাহুল দেবের পরিবারের লোক থেকে শুরু করে সমতল পদ্ম বিল এবং হাত কাটা এলাকার লোকজন খোয়াই জেলা হাসপাতালে জরো হয়। আর রাহুল দেবের মৃত্যুতে তার পরিবারের লোকজনের কান্নায় খোয়াই জেলা হাসপাতাল চত্বরের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। যদিও একটি দুর্ঘটনা তাই রাহুল দেবের মৃতদেহ শেষে খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবং বৃহস্পতিবার ময়না তদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানান পুলিশ।



