বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই ডিসেম্বর…. ভারত সরকারের অন্তর্গত সাংস্কৃতিক মন্ত্রণালয় দ্বারা আয়োজিত বর্ডার এরিয়া এবং ভারত কো জানো এই কর্মসূচিটিকে সামনে রেখে সোমবার দুপুরে অনুষ্ঠিত হল দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পিরা পরিবেশন করলেন তাদের প্রথাগত নৃত্য শৈলী খোয়াই এর বেলছড়া স্থিত টি টি এডিসি ভিলেজের অন্তরগত দশরথ দেব স্মৃতি কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকে আগত সাংস্কৃতিক দল গুলি এই অনুষ্ঠানে তাদের ট্রাডিশনাল নিত্য পরিবেশন করেন ।এবং এই অনুষ্ঠানে উৎভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐ এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসির প্রাক্তন সি এম রঞ্জিত দেববর্মা, পদ্মবিল ব্লকের চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা।, খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম আদিকর্তা দিলীপ দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য সহ ঐ এলাকার একটি স্কুলের ছাত্র ছাত্রীরা।অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উৎভোদক রঞ্জিত দেববর্মা প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে এই অনুষ্ঠানের সুভারম্ভ করেন। এরপর অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিরা তিনজন শিল্পী কে সম্মানিত করেন। এর পর এই অনুষ্ঠানে আগত দেশের মধ্যপ্রদেশ,আসাম, রাজস্থান,নাগালেন্ডের শিল্পীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে তিনি দেশে বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তাদের বিভিন্ন ট্রেডিশনাল নাচ গুলি দেখে তিনি খুবই খুশি হন। তিনি এও বলেন ভারতের সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটি এখানে করার জন্য ভারত সরকারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান। পাশাপাশি বর্ডার এলাকায় এই ধরনের অনুষ্ঠান করা এবং ভারতবর্ষের সংস্কৃতির সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় হওয়া ওটাও একটা সৌভাগ্যের বিষয় উনার কাছে বলে মনে করেন। তবে কোন ধরনের বাধা-বিপত্তি ছাড়াই সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সাংস্কৃতিক দলগুলি আসার কারণে দেশের বিভিন্ন রাজ্যের সংস্কৃতির সাথে নতুন করে পরিচয় হলেন যা খুব আনন্দের বিষয়। এরপর সমস্ত সাংস্কৃতিক দলগুলোর সাথে সমস্ত অতীথীরা মিলে ফটো সেশনে মিলিত হন।



