Thursday, December 25, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরার চা আরও জনপ্রিয় করে তুলতে ১৭ডিসেম্বর দৌড় প্রতিযোগিতা ও র‍্যালি অনুষ্ঠিত...

ত্রিপুরার চা আরও জনপ্রিয় করে তুলতে ১৭ডিসেম্বর দৌড় প্রতিযোগিতা ও র‍্যালি অনুষ্ঠিত হবে

ত্রিপুরায় উৎপাদিত চা আরও জনপ্রিয় করে তুলতে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে আগামী ১৭ ডিসেম্বর ‘রান ফর টি-২০২৫’ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঐদিন সকাল সাড়ে ৬টায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে পুরুষ ও মহিলাদের ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হবে। আগরতলা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে দৌড় প্রতিযোগিতা শেষ হবে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির টি কর্নারের কাছে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন।

বীরচন্দ্র লাইব্রেরিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পুরুষ ও মহিলাদের দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হবে ৫ হাজার টাকা এবং সার্টিফিকেট। দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও সার্টিফিকেট এবং তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা ও সার্টিফিকেট। এছাড়া আরও ১০ জনকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। নিগমের চেয়ারম্যান জানান, রান ফর টি উপলক্ষ্যে ঐদিন সকালে একটি র‍্যালিরও আয়োজন করা হয়েছে। র‍্যালির উদ্বোধন করবেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের অধিকর্তা ড. দীপক কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার সহ সম্মানিত অতিথিগণ। দৌড় প্রতিযোগিতা ও র‍্যালি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। অনুষ্ঠান সফল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য