Thursday, December 25, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদYTF-এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা উত্তর মহারানী এলাকায়

YTF-এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা উত্তর মহারানী এলাকায়

তেলিয়ামুড়া প্রতিনিধি—

মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর মহারানী এলাকায় তিপ্রা মথার যুব সংগঠন YTF-এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের অনুমোদন নিয়েই বিক্ষোভ মিছিলটি সংগঠিত করা হয়েছিল বলে জানা গেলেও, ঘটনাক্রমে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে দাবি, পরিকল্পিতভাবেই বিক্ষোভ মিছিলটি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নবনির্মীয়মান বাড়ির অভিমুখে অগ্রসর হয়। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের একাংশ মিছিলের মধ্যেই মন্ত্রীর বাড়ির চত্বরে প্রবেশ করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকা এই পরিস্থিতিতে নির্মাণস্থলে কর্মরত শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তাঁরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এর জেরে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, YTF সমর্থকদের পাল্টা অভিযোগ, চাকমাঘাট এলাকায় তিপ্রা মথার এক সমর্থক শংকর দেববর্মা বিজেপি কর্মীদের আক্রমণে আহত হন। ওই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ মিছিল আরও তীব্র আকার নেয় বলে তাঁদের দাবি। পাশাপাশি, বিক্ষোভকারীদের বক্তব্য, মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তি সংক্রান্ত অভিযোগকে সামনে রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।

যদিও পুলিশের অনুমোদন নিয়েই বিক্ষোভ মিছিলটি সংঘটিত হয়েছিল, তবু প্রশ্ন উঠছে—অনুমতি থাকা সত্ত্বেও কীভাবে মন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হল। প্রশাসনিক নজরদারি ও পুলিশের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে বিক্ষোভকারীদের বাড়ির চত্বরে প্রবেশ, নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের পালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রশাসন পরবর্তী কী পদক্ষেপ করে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য