গোপেশ রায় তেলিয়ামুড়া প্রতিনিধি :
সাহিত্য, সমাজসেবা ও মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আন্তর্জাতিক স্বীকৃতির পথে ত্রিপুরার তেলিয়ামুড়া। সমতা সাহিত্য একাডেমীর উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলা “ইন্টারন্যাশনাল সাহিত্য কনফারেন্স ২০২৫”-এ মর্যাদাপূর্ণ “গ্লোবাল এচিভার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড”-এর জন্য মনোনীত হয়েছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়।
দেশ-বিদেশের খ্যাতনামা সাহিত্যিক, সমাজকর্মী, বুদ্ধিজীবী ও সংস্কৃতিচর্চায় নিবেদিত ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলা এই আন্তর্জাতিক সম্মেলনে কল্যাণী সাহা রায় স্বয়ং উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মান গ্রহণ করবেন। সামাজিক উন্নয়নে তাঁর ধারাবাহিক ভূমিকা, নারীর ক্ষমতায়নে সক্রিয় উদ্যোগ, শিক্ষা বিস্তারে অবদান এবং সাংস্কৃতিক চেতনা জাগরণে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।এই খবর প্রকাশ্যে আসতেই তেলিয়ামুড়া জুড়ে ছড়িয়ে পড়েছে গর্ব ও আনন্দের আবহ। এলাকার বাসিন্দাদের কথায়, “এটা শুধু কল্যাণী দিদির একার সাফল্য নয়—এ আমাদের তেলিয়ামুড়ার গর্ব। তাঁর এই সম্মান মানে আমাদের সম্মান।”রাজনীতির সীমারেখা ছাড়িয়ে সমাজ ও সংস্কৃতির বৃহত্তর পরিসরে তাঁর কাজ আজ আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেল। সাহিত্য ও সমাজসেবার সেতুবন্ধনে কল্যাণী সাহা রায় যে মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশেষ করে ত্রিপুরার নারীদের কাছে এক শক্তিশালী অনুপ্রেরণা হয়ে উঠেছে।এই অর্জন প্রমাণ করে, সামাজিক দায়িত্ববোধ ও সাংস্কৃতিক চেতনার সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত নেতৃত্ব। এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়—বরং ত্রিপুরার সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির প্রতি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের এক মূল্যবান স্বীকৃতি।আজ তেলিয়ামুড়া গর্বিত। কারণ তাদের প্রতিনিধি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছেন মানবিকতা, সাহিত্যচর্চা ও সমাজসেবার এক দীপ্ত, প্রেরণাদায়ী প্রতিচ্ছবি। এই খবর ছড়িয়ে পড়তে তেলিয়ামুড়া মহাকুমা জুড়ে খুশির হাওয়া।



